ভেনিসে তারার আলো

অনেক দিন ঘরবন্দী থাকার পর খোলা হাওয়ায় দম ফেলার সুযোগটা মনে হয় কেউই ছাড়তে চাননি। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে তাই যেন তারার মেলা বসে গেছে। সেই তারার আলোর ছটা খানিকটা থাকল আজ।

১ / ১০
লালগালিচায় মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন ও অভিনেতা অস্কার আইজ্যাক।
এএফপি
২ / ১০
হলিউড অভিনেত্রী জোয়ি সালডানার একঝলক।
এএফপি
৩ / ১০
স্বর্ণসিংহের জন্য লড়ছে তাঁর অভিনীত ছবি ‘অফিশিয়াল কম্পিটিশন’। ভেনিসে হাজির স্প্যানিশ অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস।
এএফপি
৪ / ১০
স্বর্ণসিংহের জন্য লড়ছে ‘দ্য লস্ট ডটার’। এই ছবির অভিনেত্রী হলিউড তারকা ডাকোটা জনসন।
এএফপি
৫ / ১০
‘ডিউন’ ছবির জন্য ভেনিসে এসেছেন জেন্ডায়া, লালগালিচায় ছড়িয়েছেন আলো।
এএফপি
৬ / ১০
আর্জেন্টাইন-ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী এনি টেইলার জয় পা থেকে মাথা পর্যন্ত রাঙিয়েছেন গোলাপি রঙে।
এএফপি
৭ / ১০
লালগালিচায় ইতালির সংগীতশিল্পী লেভান্তের পোজ।
এএফপি
৮ / ১০
সুইডিশ অভিনেত্রী রেবেকা ফারগুসন এসেছেন ‘ডিউন’ ছবির জন্য।
এএফপি
৯ / ১০
ভেনেজুয়েলান মডেল আইদা ইয়েসপিকা অভিনয় করেছেন ‘দ্য লস্ট ডটার’ ছবিতে। মূল প্রতিযোগিতায় লড়ছে ছবিটি।
এএফপি
১০ / ১০
উৎসবে উপস্থিত ইতালির দুই তারকা বোন ক্রিস্টিনা বুচিনো ও মারিয়া তেরেসা বুচিনো।
এএফপি