মনের সঙ্গে যুদ্ধে জয়

ক্যামিলা ক্যাবেলো
ইনস্টাগ্রাম

তিনবার গ্র্যামির জন্য মনোনয়ন পাওয়া ক্যামিলা ক্যাবেলো মানসিক স্বাস্থ্যের সঙ্গে একটা কঠিন লড়াই করছিলেন। তখন তাঁর হাতে সিনড্রেলা ছবির একটি গানের কাজ। গানটি কিছুতেই লিখতে পারছিলেন না। কিউবান-মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রীর সিনড্রেলা মুক্তি পায় চলতি বছরের সেপ্টেম্বরে। সম্প্রতি তিনি জানালেন, মনের সঙ্গে যুদ্ধে জয়ের কাহিনি।

ক্যামিলা বলেন, ‘সিনড্রেলার জন্য “মিলিয়ন টু ওয়ান” লেখার সময় আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। বিষণ্নতাবোধ আর বেদনায় পুড়ছিলাম আমি। তবে আমার কেবলই মনে হচ্ছিল, আমি সেরে উঠব, গানটাও লিখে ফেলব আর জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে। কারণ, আমি এমন এক চরিত্রে অভিনয় করেছি, যেটি ছিল ভীষণ আশাবাদী। সবাই যখন “না” বলছিলেন, জানতাম আমি পারব, জয় করব।’

সিনড্রেলা ছবির রাজকন্যা তিনি। ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো। কোভিড-১৯ মহামারির কারণে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। এরপর এমন বিষণ্নতা পেঁচিয়ে ধরল তাঁকে যে দিনে অন্তত একবার চিৎকার করে না কাঁদলে ভালো লাগত না তাঁর। তিনি বলেন, তিনি টানা ১৫ ঘণ্টা কাজ করা মেয়ে। তাঁর পৃথিবী যদি থমকে যায়, কী অবস্থাটা হয়! সময়টা ভীষণ খারাপ গেছে ক্যাবেলোর। একে তিনি ব্যাখ্যা করেছেন ভাঙা পায়ে ম্যারাথন দৌড়ের সঙ্গে। তিনি বলেন, ‘তবু আমি দৌড়ে গেছি। থেরাপি নিয়েছি।’

ক্যামিলা ক্যাবেলো
ইনস্টাগ্রাম

দুই বছরের প্রেমের পর গত মাসে প্রেমিক শন মেন্ডেস থেকে বিচ্ছিন্ন হন ক্যাবেলো। সেটা তাঁকে আরও এলোমেলো করে দিয়েছে। একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদ নিশ্চিত করে তাঁরা জানিয়েছিলেন, বন্ধু হয়ে থাকবেন তাঁরা।