রান্নাঘরে প্যারিস!

প্যারিস হিলটন
ছবি : সংগৃহীত

কী, আঁতকে উঠলেন তো! ঘটনা কিন্তু সত্য। রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন প্যারিস হিলটন। তা–ও আবার নেটফ্লিক্সে। প্যারিসের মনে দারুণ উচ্ছ্বাস। ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘আমি উচ্ছ্বসিত। আগামী মাসেই টেলিভিশনে আসছি। এবার রান্নাঘর সামলাব। আমার নতুন শো ‘কুকিং উইথ প্যারিস’। আগামী ৪ আগস্ট প্রচারিত হবে। একমাত্র নেটফ্লিক্সে। আরও জানতে সঙ্গেই থাকো।’
প্যারিসের রান্না! বলেন কী? প্যারিস সম্পর্কে যাঁরা জানেন, তাঁদের চোখ কপালে উঠতে বাধ্য! সংগীতশিল্পী, মডেল, সমাজকর্মী, উদ্যোক্তা—প্যারিসের ব্যাপারে এই সবকিছুই মেনে নেওয়া যায়। কিন্তু রাঁধুনি প্যারিস! বিষয়টি যাঁরা ধরতে পারছেন না, তাঁদের একটু ইঙ্গিত দেওয়া যাক।

প্যারিস হিলটন
ছবি: এএফপি

১৪ জানুয়ারি ২০২০। ইউটিউবে একটি রান্নার ভিডিও পোস্ট করেন প্যারিস হিলটন। নাম ‘কুকিং উইথ প্যারিস’। সেই ভিডিওতে ভুলভাল রান্না করে ব্যাপক ট্রলড হয়েছিলেন প্যারিস। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। শুধু কি তাই, গার্ডিয়ান, ফ্যাশন-এর মতো গণমাধ্যম প্যারিসের রান্নার চুলচেরা বিশ্লেষণ করে একশেষ। ফ্যাশন শিরোনাম করে, ‘আমি রান্না করতে পারি না। তারপরও আমি জানি, প্যারিস রান্নাটা ভুলভাবে করেছে।’ আর দেখুন না, ইউটিউব ভিডিওর নিচে মন্তব্যগুলোর অবস্থা কী?

একজন মন্তব্য করেছেন, ‘এটা কেউ বলবে না যে তিনি বাইকার গ্লাভস পরেই রান্না করছেন!’ আরেকজন লিখেছেন, ‘এই ভিডিও আসার পর গর্ডন র‍্যামজি (বিখ্যাত ব্রিটিশ পাঁচক) একদম চুপ হয়ে গেছে।’

প্যারিস হিলটন
ছবি : সংগৃহীত

কে জানত, বছর ঘুরতেই প্যারিসের হাতে খুন্তি–কড়াই তুলে দেবে নেটফ্লিক্স! তাদের যুক্তিটা কী? ‘প্যারিস হিলটনও রান্না করতে পারেন। তিনি ট্র্যাডিশনাল রান্নাকে পুরাই পাল্টে দিয়েছেন। তিনি আসলে রাঁধুনি নন, রাঁধুনি হতেও চাইছেন না। রান্নাঘরে তারকা বন্ধুদের সাহায্যে খাবারের ফিউশন, নতুন রেসিপি ও রান্নাঘর সামলাবেন।’
দেখা যাক, ৪ আগস্ট কী রান্না হয় প্যারিসের হাতে!