স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের এবারের বিজয়ী...। করোনার কারণে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোকে। কোনোটি সঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি, কোনোটি হয়েছে সীমিত পরিসরে। কোনোটি হবে কি না, এ নিয়ে ছিল দ্বিধা। সেই দিক থেকে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের সাহসী পদক্ষেপে ‘যারপরনাই’ উদ্বেলিত অভিনয়শিল্পীরা। বহুকাল পর যেন তাঁদের ফিরিয়ে দেওয়া হলো লালগালিচা। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাতটা থেকে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার দ্য বার্কার হ্যাঙ্গারে বসেছিল স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডের (এসএজি) আসর।
স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন। ‘কিং রিচার্ড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরার পুরস্কার জিতেছেন স্মিথ। এই ছবিতে টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে জেসিকা পুরস্কার জিতেছেন ‘দ্য আইজ অব টাম্মি ফায়ে’র জন্য। মুভি ক্যাটাগরির আউটস্ট্যান্ডিং কাস্ট বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘কোডা’। একটি পরিবারকে নিয়ে ছবির গল্পে একটি মেয়ে ছাড়া সবাই বধির।
টেলিভিশন ক্যাটাগরিতে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ‘স্কুইড গেম’ সিরিজের লি জাং-জাই এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন একই সিরিজের হোইয়ং জাং। এই প্রথম কোনো কোরিয়ান তারকা এই বিভাগগুলোতে পুরস্কার জিতলেন। এ ছাড়া আউটস্ট্যান্ডিং অ্যাকশন পারফরম্যান্স পুরস্কার জিতেছে ‘স্কুইড গেম’।
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘কোডা’ ছবির অভিনেতা ট্রয় কটসোর, সেরা অভিনেত্রী ‘ওয়েস্ট সাইড স্টোরি’র আরিয়ানা ডিবোস। স্টান্ট এনসেম্বল জিতেছে ‘নো টাইম টু ডাই’ ছবিটি। টেলিভিশন ক্যাটাগরির কমেডি সিরিজের এনসেম্বল জিতেছে ‘টেড ল্যাসো’। কমেডি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘টেড ল্যাসো’র জ্যাসন সুডেকিস, অভিনেত্রী ‘হ্যাকস’-এর জেন স্মার্ট। টেলিছবি বা লিমিটেড সিরিজ শাখায় পুরস্কার জিতেছেন ‘ডোপেসিক’-এর মাইকেল কিটেন, অভিনেত্রী ‘মেয়ার অব ইস্টাউন’-এর জন্য কেট উইন্সলেট। টিভি সিরিজের স্টান্ট এনসেম্বল জিতেছে ‘স্কুইড গেম’।