এমিতে শেষ হাসি হাসল কারা

ঘোষণা করা হলো যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার এমি বিজয়ীদের নাম
ছবি: এএফপি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টায় ঘোষণা করা হলো যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার এমি বিজয়ীদের নাম। সর্বোচ্চ পদক জয়ের গৌরব অর্জন করে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ক্রাউন’। সাতটি শাখায় পুরস্কার জিতেছে তারা। ৭৩তম আসর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এল এ লাইভ এন্টারটেইনমেন্ট কমপ্লেক্সের ইভেন্ট ডেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা কমেডিয়ান ও উপস্থাপক সেডরিক দ্য এন্টারটেইনার।

সিরিজে সেরা হয়েছেন কেট উইন্সলেট
ছবি: এএফপি

গত বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে এই আয়োজন হয়েছিল। এবার নির্মাতা, তারকা ও কলাকুশলীরা অনুষ্ঠানে সশরীর উপস্থিত ছিলেন। একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে এমির বিজয়ী নির্বাচিত হয়।
বিজয়ীদের তালিকা
কমেডি সিরিজ: টেড ল্যাসো
ড্রামা সিরিজ: দ্য ক্রাউন
লিমিটেড সিরিজ: দ্য কুইনস গেমবিট
অভিনেতা (কমেডি সিরিজ): জেসন সুদেকিস (টেড ল্যাসো)
অভিনেত্রী (কমেডি সিরিজ): জেন স্মার্ট (হ্যাকস)
অভিনেতা (ড্রামা সিরিজ): জশ ও’কনর (দ্য ক্রাউন)
অভিনেত্রী (ড্রামা সিরিজ): অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি): ইয়ান ম্যাকগ্রেগর (হ্যালস্টন)
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): কেট উইন্সলেট (মেয়ার অব ইস্টটাউন)

সর্বাধিক পুরস্কার জিতেছে দ্য ক্রাউন
ছবি: এএফপি

পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): ব্রেট গোল্ডস্টাইন (টেড ল্যাসো)
পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): হান্না ওয়াডিংহাম (টেড ল্যাসো)
পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): টোবিয়াস মেনজিস (প্রিন্স ফিলিপ)
পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): জিলিয়ান অ্যান্ডারসন (দ্য ক্রাউন)
পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): ইভান পিটার্স (ইস্টটাউন)
পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ): জুলিয়ান নিকলসন (মেয়ার অব ইস্টটাউন)

পুরস্কার হাতে অভিনয়শিল্পীরা
ছবি: এএফপি

পরিচালক (ড্রামা সিরিজ): জেসিকা হবস (দ্য ক্রাউন)
পরিচালক (কমেডি সিরিজ): লুসিয়া অ্যানিলো (হ্যাকস)
পরিচালক (লিমিটেড সিরিজ): স্কট ফ্রাঙ্কস (দ্য কুইনস গ্যামবিট)
চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): পিটার মরগান (দ্য ক্রাউন)
চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): লুসিয়া অ্যানিলো (হ্যাকস)
চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ): মাইকেল কোয়েল (আই মে ডেস্ট্রয় ইউ)
প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: রুপল’স ড্র্যাগ রেস
ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
ভ্যারাইটি স্কেচ সিরিজ: শ্যাটারডে নাইট লাইভ
গভর্নরস অ্যাওয়ার্ড: ডেবি অ্যালেন