কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘রেডরাম’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মেহজাবীন ও নিশো
সংগৃহীত

রেডরাম
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
জনপ্রিয় গায়ক সোহেল মারা গেছেন। সেই হত্যাকাণ্ড তদন্ত করতে যুক্ত হন তারই পুরোনো বন্ধু সিআইডি কর্মকর্তা রাশেদ। সন্দেহের তালিকায় আছেন সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেক সদস্য। রাশেদের তদন্তে একে একে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।

রেস: বাবা ওয়ালেস
ধরন: লিমিটেড সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২২ ফেব্রুয়ারি
মার্কিন গাড়িচালক ও রেসার বাবা ওয়ালেস। তাঁর পেশাদারি ও ব্যক্তিগত জীবন উঠে এসেছে এই প্রামাণ্যচিত্র সিরিজে। ছয় পর্বের এই সিরিজে একজন রেসার হিসেবে তাঁর জ্বলে ওঠার সফরকে দেখানো হবে। পাশাপাশি উঠে আসবে এই অঙ্গনে বর্ণবাদ নিয়ে তাঁর প্রতিবাদের প্রসঙ্গ।

এলওএল: লাস্ট ওয়ান লাফিং কানাডা–এর পোস্টার
সংগৃহীত

এলওএল: লাস্ট ওয়ান লাফিং কানাডা
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৮ ফেব্রুয়ারি
আন্তর্জাতিকভাবে জনপ্রিয় কমেডি সিরিজ এলওএল: লাস্ট ওয়ান লাফিংয়ের কানাডিয়ান ভার্সন তৈরি হলো। জেই ব্রুশালের সঞ্চালনায় ১০ কমেডিয়ানকে নিয়ে জমবে কমেডি মেলা। ছয় পর্বের এই প্রতিযোগিতামূলক সিরিজে কমেডিয়ানদের কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে। এবার আসছে দ্বিতীয় পর্ব।

এইট্টি থ্রি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৮ ফেব্রুয়ারি
১৯৮৩ সালে ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে। ভারতের সেই গৌরবোজ্জ্বল মুহূর্তকে সেলুলয়েডের পর্দায় ধরা হয়েছে এই ছবিতে। এটি পরিচালনা করেছেন কবির খান। বিজয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় ছিলেন রণবীর সিং। বক্স অফিসে ভালো না করলেও প্রশংসা কুড়িয়েছে ছবিটি।

‘এইট্টি থ্রি’ ছবির পোস্টার
সংগৃহীত

বাঙ্গারাজু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি–ফাইভ
দিনক্ষণ: ১৮ ফেব্রুয়ারি
বাপ–বেটার ছবি এটি। তেলেগু এই ছবিতে নাগার্জুন আক্কিনেনি ও নাগা চৈতন্য অভিনয় করেছেন। দুই তারকার এই ছবি বক্স অফিসেও বেশ ভালো আয় করে। কল্যাণ কৃষ্ণ পরিচালিত ছবিটিতে রোমান্টিক কমেডির পাশাপাশি অতিপ্রাকৃত কাহিনি আছে।