চরকিতে মেহ্‌জাবীনের যাত্রা শুরু

মেহ্‌জাবীন চৌধুরী

পরনে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ। মলিন মুখে পা গুটিয়ে বসে আছেন তিনি। অপলক দৃষ্টি। সামাজিক যোগাযোগমধ্যমে একটি ছবিতে এমন রূপে দেখা গেল বর্তমানের সবচেয়ে আলোচিত অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী। এমন মলিন মুখে কেন এভাবে বসে আছেন মেহ্‌জাবীন? আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি কারাগারে! কিন্তু কেন?
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকা এই সময়ের ব্যস্ত এ অভিনেত্রীর এমন দুটি ছবি প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। বোঝাই যাচ্ছে, চরকির প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি।

কিছুদিন আগেই চরকি প্রকাশ করেছিল আফরান নিশোর নতুন একটি লুক। তাতে দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দেয়।
বছরের শুরুতেই চরকি ঘোষণা দেয়, এ বছর দর্শকদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে চরকি। অরিজিনাল সিনেমা, সিরিজ ও শর্টফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতিশ্রুতি থেকেই একের পর এক কনটেন্টের রিলিজ দেবে চরকি।

মেহ্‌জাবীন চৌধুরী

চরকি সূত্রে জানা গেছে, এই প্রথম তাদের কোনো কনটেন্টে কাজ করছেন মেহ্‌জাবীন চৌধুরী। তাঁর এই লুক কোন কনটেন্টের জন্য, তা এখনই প্রকাশ করছে না চরকি। এমন লুকে কবে, কখন মেহ্‌জাবীনকে দেখা যাবে, তা জানায়নি চরকি। তবে খুব শিগগির এটি প্রকাশ করবে বলে জানিয়েছে তারা।