তুষি কি ভূতে ভয় পান

প্রথমবার ভূতের গল্পে নাজিফা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য ‘স্কুটি’তে অভিনয় করেছিলেন নাজিফা তুষি। চরকিতে নারী দিবসে প্রচারিত এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় দর্শক ভিন্ন এক নাজিফাকে দেখেছিলেন। এই অভিনেত্রী আবার ভিন্ন ধরনের গল্পের স্বল্পদৈর্ঘ্য চরিত্রে হাজির হলেন। ভূতের গল্প নিয়েই সাজানো হয়েছে ‘আষাঢ়ে গল্প’। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে নাজিফা জানান, ভৌতিক গল্পে অভিনয় করলেও ভৌতিক কিছুতে বিশ্বাস করেন না তিনি। এর ব্যাখ্যাও তাঁর কাছে আছে।

‘তাবিজ’ শুটিংযের ফাঁকে নাজিফা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

‘আইসক্রিম’ সিনেমার শুটিং শুরুর পর থেকেই কচ্ছপের গতিতে হাঁটছেন নাজিফা। সময় নিয়েই বাছবিচার করে কাজ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় ঈদের জন্য নুরুল আলম আতিকের এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন তিনি। নাজিফা বলেন, ‘কাজের নতুন অভিজ্ঞতা আমার সব সময় ভালো লাগে। এবার প্রথম ভূতের গল্পে অভিনয় করেছি। এ ধরনের গল্পে আলাদা প্রস্তুতি থাকে। ভূত কেমন কল্পনা করতে হয়, ভূতের সিনেমা দেখতে হয়। শুটিংয়ের মুহূর্তগুলো দারুণ কাটে। তবে চ্যালেঞ্জিং থাকে। কারণ, এখানে আমাদের সঙ্গে জিন–ভূতের চরিত্রগুলো যোগ হয়। সেই অনুভূতির সঙ্গে অভিনয় করাটা কঠিন। দর্শক ভয় পাবে কি না, সেটা নির্ভর করে চরিত্র ফুটিয়ে তোলার ওপর। তবে “তাবিজ” দেখে দর্শকদের ভয় লাগবে। এখানে এক রহস্যধর্মী ভূত আছে।’

ভূতের গল্প নিয়ে এখনি কিছু বলতে চান না নাজিফা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গ্রামে জিন বা ভূতের গল্প শোনা যায় অহরহ। তেমন এক পরিচিত গল্পেই দেখা যাবে নাজিফাকে। ভিন্নভাবে পর্দায় তুলে ধরা হয়েছে তাঁকে। অলৌকিক চরিত্রে অভিনয় করলেও সেসবে বিশ্বাস করেন কি না, জানতে চাইলে নাজিফা তুষি বলেন, ‘আমি ভূতে বিশ্বাস করি না। কারণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যে কারণে আমি ভূতে ভয়ও পাই না। তবে আমার স্বল্পদৈর্ঘ্যের গল্প ভূত ও ভৌতিকতা নিয়ে। দর্শকদের ভালো লাগবে।’

নাজিফা তুষির সিনেমা নিয়েই এগুতে চান
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

‘আষাঢ়ে গল্প’ নামে পাঁচটি গল্প নিয়ে সাজানো এই সিনেমা। এখানে সব কটিই ভৌতিক গল্প। নাজিফা অভিনীত গল্পটির নাম ‘তাবিজ’। সম্প্রতি শুটিং শেষ হয়েছে। এখানে তাঁর সহশিল্পী খাইরুল বাসার। এটি ঈদে বায়োস্কোপে প্রচারিত হবে। নাজিফা জানান, ঈদের জন্য দুইটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। দুটি গল্পেই ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়া ঈদে বেশ কিছু কাজ শিগগিরই চূড়ান্ত হবে।