চঞ্চল চৌধুরী
ছবি: প্রথম আলো

অভিনেতা চঞ্চল চৌধুরী সচরাচর সেলুনে যান চুল কাটাতে। গতকাল শুক্রবার গিয়েছিলেন ভিন্ন এক প্রয়োজনে। কয়েক ঘণ্টা সেখানে তাঁর সঙ্গে ছিলেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। নতুন চরিত্রে প্রবেশ করছেন চঞ্চল। শনিবার থেকে শুরু হচ্ছে নতুন এক ওয়েব ধারাবাহিকের শুটিং। সেলুনটায় চলছিল সেটারই রূপসজ্জার প্রস্তুতি। চঞ্চলকে এবার দেখা যাবে ঢাকার এক ধনকুবেরের চরিত্রে।

শুরু হচ্ছে চঞ্চল চৌধুরীর নতুন এক ওয়েব ধারাবাহিকের শুটিং
ছবি : প্রথম আলো

দোদুলের চোখে–মুখে কদিন ধরে নেমে এসেছর শঙ্কার ছায়া। নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে চঞ্চলের চেহারা কেমন হবে, এ নিয়ে চিন্তিত ছিলেন তিনি। অভিনেতার সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে গল্প ও চরিত্র নিয়ে। এবার শুটিংয়ে যাওয়ার পালা। কয়েক ঘণ্টা ধরে নানাভাবে ধনকুবের হিসেবে সাজানো হয়েছে চঞ্চলকে। দোদুল বলেন, ‘রোমান্টিক গল্পের ধারাবাহিক। ঢাকা শহরের এক মাল্টিমিলিয়নিয়ার আমার প্রধান চরিত্র। তাঁর কিছু গোপন অপরাধসহ বিভিন্ন বিষয় বেশ বড় পরিসরে তুলে ধরা হবে এই ধারাবাহিকে। এটি হবে শতাধিক পর্বের।’

কয়েক দিন ধরে নতুন চরিত্রের মধ্যে আছেন চঞ্চল চৌধুরী

সেলুনে বসেই ফোন ধরেন চঞ্চল চৌধুরী। বলেন, ‘কয়েক দিন ধরে নতুন চরিত্রটির মধ্যেই আছি। কতটা ভিন্নতা আনা যায়, সেই চেষ্টা করছি। লুক ঠিক করতেই সেলুনে এসেছি।’ চরিত্রটি কি মজার, নাকি গম্ভীর? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘চরিত্র নিয়ে কথা বলা বারণ। আমি চাই, দর্শক পর্দায় নতুন আমাকে দেখুক। আগেই চরিত্রের বৈশিষ্ট্য জেনে গেলে তো মজাই শেষ হয়ে যায়।’

ঊনলৌকিক এর ‘মিসেস প্রহেলিকা’য় অভিনয় করেছেন চঞ্চল
ছবি: প্রথম আলো

চঞ্চলদের নতুন ধারাবাহিকের নাম ‘রূপকথা নয়’। এতে আরও অভিনয় করবেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, সাইফ বাবু, মৌসুমী হামিদ, হিমি, শরীফ সিরাজ প্রমুখ। বিরতির মধ্য দিয়ে ছয় মাস ধরে চলবে এর শুটিং। ধারাবাহিকটি দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।