সেই পথে আরও কিছুটা পথ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। তাদের ভান্ডারে এখন যুক্ত হয়েছে নিজস্ব অনেকগুলো সিনেমা, সিরিজ, ট্রাভেল শো, অমনিবাস চলচ্চিত্র। এমনকি প্রশংসা কুড়িয়েছে চরকির বাংলায় ডাবিং করা বিদেশি সিনেমাগুলোও। আর দেশি তারকাদের অংশগ্রহণে তাদের নতুন নতুন সিনেমা আর সিরিজ যেন দর্শকদের সামনে হাজির হচ্ছে চমকের পর চমক নিয়ে।
যাত্রা শুরুর পর বেশ কয়েকটি উৎসব পেয়েছে চরকি। সেই ধারাবাহিকতায় এটি চরকির প্রথম ঈদ। প্রথম ঈদ তাদের জন্য বয়ে এনেছে আনন্দের বান। কারণ, এই ঈদে চরকিতে যুক্ত হয়েছেন বিপুল দর্শক। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি জানান, প্রতি উৎসবেই চরকির সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু এই ঈদে সাবস্ক্রাইবার বেড়েছে অন্যান্য সময়ের চেয়ে আড়াই গুণ বেশি।
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম ঈদটা মানুষ ফান-ফুর্তির মধ্য দিয়েই চরকির সঙ্গে উদ্যাপন করুক। পুরোনো দর্শকদের সঙ্গে আমাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বিপুল পরিমাণ নতুন দর্শক। মানুষ একসময় সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতেন, এবারের ঈদে তাঁদের অনেকেই চরকি সাবস্ক্রাইব করেছেন। এটা এক দিক থেকে আমাদের জন্য আনন্দের, অন্য দিক থেকে বাংলাদেশের বিনোদন শিল্পের জন্য দারুণ ইতিবাচক।’
চিত্রনায়িকা বুবলী তাঁর নতুন সিনেমা নিয়ে বলেন, ‘চরকি হচ্ছে সেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে আমার প্রথমবার কাজ করা। আর আমার প্রথম কাজটার নাম ‘টান’। তো সেই টানটাই সব সময় চরকির প্রতি আমার থাকবে। আর এই মুভিটা দিয়ে অডিয়েন্স আমাকে যেভাবে পেয়েছে, যে ভালোবাসা দিয়েছে তা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট।’
তমা মির্জা বলেন, ‘ফ্লোর নম্বর ৭ আমার আরেকটা প্রিয় কাজ। খাঁচার ভেতর অচিন পাখি-র মধ্য দিয়ে দর্শক আমাকে নতুনভাবে চিনতে পেরেছিল। আর এই সিনেমাটার মধ্য দিয়ে আরেকটা পাখিকে দেখবে দর্শক।’ অন্যদিকে প্রথম সিনেমাতেই বুবলী ও তমার বিপরীতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে অভিনেতা ও মডেল রাজ মানিয়া বলেন, ‘প্রথম থেকেই খুব নার্ভাস ছিলাম আমি। জীবনে প্রথম অভিনয়, তা–ও সিনেমার জন্য পুরো বিষয়টা আমার জন্য একটু অন্য রকম ছিল।’
চরকির ঈদের সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’ পরিচালনা করেছেন রায়হান রাফি। তিনি বলেন, ‘চরকির সাথে কাজ করার অভিজ্ঞতা সব সময় আনন্দের। ঈদ আয়োজনে চরকিতে আমার নির্মিত সিনেমা দর্শক দেখতে পারছে ভেবেই ভালো লাগছে।’
গল্পে দেখা যায়, সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের বদলে আসল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রপসের পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কীই–বা হতে পারে হত্যার উদ্দেশ্য? এসব প্রশ্নের উত্তর মিলবে রায়হান রাফি পরিচালিত স্বপ্ন নিবেদিত চরকি অরিজিনাল সিনেমাটিতে।