চ্যানেল আই স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের ২৩টি মনোনয়ন পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক–অভিনেত্রীসহ ২৩টি মনোনয়ন পেয়েছে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে মনোনয়নপ্রাপ্তদের তালিকা। তথ্যগুলো নিশ্চিত করেছেন ইভেন্টের প্রকল্প পরিচালক ইফতেখার মুনিম।

চ্যানেল আই স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের মনোনয়নে বাজিমাত করেছেন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি
ছবি: চরকির সৌজন্যে

শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব ফিল্ম) বিভাগে তিনটি মনোনয়ন পেয়েছে চরকির সিনেমা। মনোনয়নগুলো এসেছে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘অতিথি’, ‘বকুলফুল’ দিয়ে। এই শাখায় হইচইয়ের ‘কষ্ট নীড়’ প্রতিযোগিতা করবে। শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম) বিভাগের সব কটি মনোনয়ন পেয়েছেন চরকির পরিচালকেরা। ‘মুন্সিগিরি’র জন্য অমিতাভ রেজা, ‘নেটওয়ার্কের বাইরে’-এর জন্য মিজানুর রহমান আরিয়ান। ‘বকুলফুল’ ও ‘খাঁচার ভেতর অচিন পাখি’র জন্য শরাফ আহমেদ জীবন ও রায়হান রাফি।

‘নেটওয়ার্কের বাইরে’-এর জন্য মিজানুর রহমান আরিয়ানসহ চারটি মনোনয়ন এসেছে
ছবি: চরকির সৌজন্যে

শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ফিল্ম) বিভাগে ফজলুর রহমান বাবু, ইয়াশ রোহান, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার চরকির ওয়েব ফিল্মে অভিনয় করে মনোনয়ন পেয়েছেন। তাঁরা অভিনয় করেছেন যথাক্রমে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘অতিথি’তে আর মনোনয়ন পেয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ছবির জন্য। এ ছাড়া এই শাখায় ওয়েব ফিল্ম ‘কষ্ট নীড়’-এ অভিনয় করে তারিক আনাম খান সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।

সেরা পরিচালকের জন্য মনোনয়ন পেয়েছেন অমিতাভ রেজা
ছবি: চরকির সৌজন্যে

সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম)
তমা মির্জা—খাঁচার ভেতর অচিন পাখি (চরকি)
তাসনিয়া ফারিণ—তিথির অসুখ (চরকি)
নাজিয়া হক অর্ষা—নেটওয়ার্কের বাইরে (চরকি)
সানজিদা প্রীতি—অতিথি (চরকি)
তাসনুভা তিশা—বকুলফুল (চরকি)
শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব সিরিজ)
ইন্তেখাব দিনার—ঊনলৌকিক (চরকি)
মোশাররফ করিম—মহানগর (হইচই)
চঞ্চল চৌধুরী—বলি (হইচই)
আফজাল হোসেন—লেডিস অ্যান্ড জেন্টেলম্যান (জি ফাইভ)
শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ)
সাফা কবির—বলি (হইচই)
তাসনিয়া ফারিণ—লেডিস অ্যান্ড জেন্টেলম্যান (জি ফাইভ)
আজমেরি হক বাঁধন—রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি (হইচই)
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ
চরকি—ঊনলৌকিক (দ্বিখণ্ডিত পর্ব)
হইচই—মহানগর (হইচই)
হইচই—বলি (হইচই)
জি-ফাইভ—লেডিস অ্যান্ড জেন্টেলম্যান (জি ফাইভ)

‘খাঁচার ভেতর অচিন পাখি’– ৫টি মনোনয়ন পেয়েছে
ছবি: চরকির সৌজন্যে

শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব সিরিজ)
আশফাক নিপুণ—মহানগর (হইচই)
শঙ্খ দাস গুপ্ত—বলি (হইচই)
মোস্তফা সরয়ার ফারুকী—লেডিস অ্যান্ড জেন্টেলম্যান (জি ফাইভ)

রাইজিং স্টার (পুরুষ)
মোস্তফা মন্ওয়ার—জাগো বাহে (চরকি) ও সুখী মানুষের কান্না (মিউজিক ভিডিও)
খাইরুল বাসার—নেটওয়ার্কের বাইরে (চরকি)
সোহেল মন্ডল—বলি (হইচই)

রাইজিং স্টার (নারী)
তাসনিয়া ফারিণ—লেডিস অ্যান্ড জেন্টেলম্যান/তিথির অসুখ (চরকি)
কেয়া পায়েল—স্যারের বিয়ে (ইউটিউব চ্যানেল গোল্লাছুট )
মাশা ইসলাম—লেডিস অ্যান্ড জেন্টেলম্যান (জি ফাইভ) / কাভার সঙ
ফারহানা হামিদ—ঊনলৌকিক (চরকি) / জোয়ার ভাটা (চরকি)

ঊনলৌকিক থেকে এসেছে তিনটি মনোনয়ন
ছবি: চরকির সৌজন্যে

ওপরের ১০টি শাখার বাইরেও নাটক, ইউটিউব, ফেসবুকের সেরা কনটেন্টসহ আটটি শাখায় পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে ‘স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার প্রদান করা হবে আগামী ১১ মার্চ। ইফতেখার মুনিম বলেন, অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আই ও চ্যানেল আইয়ের ফেসবুক পেজ থেকে একযোগে সম্প্রচারিত হবে।