৩৭ বিভাগে ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড

ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়া কনটেন্ট ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করতে যাচ্ছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ‘ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ সম্পর্কে বিস্তারিত জানাতে আজ সোমবার ফার্মগেটে ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এতে জানানো হয়, সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ মোট ৩৭টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে।

‘ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ সম্পর্কে বিস্তারিত জানাতে আজ সোমবার ফার্মগেটে ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়
ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ জুলাই ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মুক্তি পাওয়া সব টিভি সিরিজ, চলচ্চিত্রসহ ডিজিটাল কনটেন্ট থেকে শিল্পী ও কলাকুশলীদের বাছাই করে ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্টের জন্য মনোনীত করা হবে।

‘ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ সম্পর্কে বিস্তারিত জানাতে আজ সোমবার ফার্মগেটে ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়
SK ENAMUL HAQ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, হেড অব বিজনেস শুভাশীষ রায়, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, বিপণন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দিদারুল হাসান, মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু প্রমুখ।
সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শুধু দেশীয় কনটেন্ট এবং দেশের শিল্পীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই তারা এমন একটি উদ্যোগের কথা ভেবেছে। তারা মনে করছে, করোনা মহামারিতে ডিজিটাল বিনোদনের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ডিজিটাল কনটেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে। আর এই বিষয়ে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে বাংলাদেশেও গড়ে উঠেছে বিভিন্ন ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্ম, যা নানাভাবে বাংলাদেশের বিনোদনশিল্পের বিকাশে অবদান রাখছে। দর্শকেরা এখন ঘরে বসেই সহজেই ওটিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করতে পারছেন বিভিন্ন নাটক, সিনেমাসহ নানা ধরনের অডিওভিজ্যুয়াল কনটেন্ট। তাই এই অঙ্গনে যাঁরা কাজ করছেন, তাঁদের উৎসাহ আর অনুপ্রেরণা দেওয়া নিজেদের দায়িত্বের অংশ মনে করছে তারা।

ওটিটি মাধ্যম এবং ডিজিটাল কনটেন্ট নিয়ে আয়োজিত এই পুরস্কার প্রদানের বিষয়টি নিয়ে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘আমাদের একটা উপলব্ধি হলো, এই যে নতুন সৃজনশীলতার একটা জগৎ, সেটাকে স্বীকৃতি দেওয়া জরুরি।’ মিডিয়াকমের প্রধান নির্বাহী অজয় কুমার কুন্ডু তাঁদের এই উদ্যোগ একটা মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে বললেন, ‘ওটিটি এবং ডিজিটাল কনটেন্টের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ওই পুরস্কার প্রদানের ব্যাপারটি একটা মাইলফলক হয়ে থাকবে। শিল্পী-কলাকুশলী, যাঁরাই এই সেক্টরে কাজ করছেন, তাঁদের জন্য এটা বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।’
ওটিটি ও ডিজিটাল কনটেন্টের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা আগামী ১০ মের মধ্যে www.ottdcawards.thedailystar.net এই ঠিকানায় ব্রাউজ করে একাধিক বিভাগে মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন।