অন্য পথে হাঁটবেন ইমন

ইমন সাহা
ছবি: প্রথম আলো

সংগীত পরিচালক ও সুরকার বাবা সত্য সাহার সুবাদে অনেক শিশুচরিত্রে অভিনয় করেছেন ইমন সাহা। বাবাই ছিলেন তাঁর অনুপ্রেরণা। পরে বাবার পথেই ক্যারিয়ার গড়েছেন। বড় হয়ে অভিনয় তাঁকে টানেনি। এবার এই সংগীত পরিচালক ও সুরকার জানালেন, অভিনয় নয়, পরিকল্পনা করছেন সিনেমা নির্মাণের।

ইমন সাহা
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা। গান, সিনেমা—সবকিছু খুব কাছ দেখে দেখা। মা চাইতেন ছেলে অভিনেতা হোক। সে কারণেই অভিনয়ে নাম লিখিয়েছিলেন। একাধিক সিনেমা অভিনয়ও করেছেন। অভিনয়ে আবার ফিরবেন কি না—এমন প্রশ্নে এই গায়ক প্রথম আলো ফেসবুক ক্যাফে লাইভে বলেন, ‘এ জীবনের আর অভিনয়ের সম্ভাবনা নেই। সে সময়ে পরিবারের পরিচিত নির্মাতাদের সঙ্গেই কিছু শুধু কাজ করেছি। বাইরে থেকে অনেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু বাবা রাজি হতেন না। বাবা চাইতেন পড়াশোনাটা আগে ভালো করে শেষ করি। পড়ালেখার ক্ষতি না হয়, সেভাবে সিনেমায় অভিনয় করতাম। এখন অভিনয় নয়, নির্মাতার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

ইমন সাহা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সংগীতে চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করেছেন সংগীত পরিচালক ইমন সাহা। জানালেন, এর মধ্যই সিনেমা প্রডাকশন হাউসের রেজিস্ট্রেশন করেছেন। প্রস্তুতি নিচ্ছেন সেখান থেকেই নিয়মিত চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র নির্মাণ করবেন। চলচ্চিত্র প্রোডাকশনের ওপর মাস্টার্স করবেন। ফিল্মের প্রতি আপনার আগ্রহ কীভাবে হলো?

ইমন সাহা
ছবি: সংগৃহীত

এই সুরকার ও সংগীত পরিচালক বলেন, ‘শুটিংয়ে গিয়ে দৃশ্য ধারণের পরে অনেক সময় অবসর পেতাম। তখন নির্মাণকাজগুলো দেখতাম। ক্যামেরার প্রতি আমার খুব আগ্রহ তৈরি হয়। একবার আমি শুটিংয়েই তালগাছের ছোবা দিয়ে ক্যামেরা বানিয়েছিলাম। বানিয়ে আমার বন্ধুকে বলেছিলাম, আমি পরিচালক, তুই অভিনেতা। তখন থেকেই কেন যেন মনে হলো নির্মাণকাজটা আমাকে টানে। তখন থেকেই নির্মাণের সুপ্ত বাসনা মনে ছিল। পরে বুঝতে পেরেছি, এটা সহজ কাজ নয়। এ জন্য প্রস্তুতির মধ্যে ছিলাম।’