আইয়ুব বাচ্চু স্মরণে গাইবেন শুভ
গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর আজ তৃতীয় প্রয়াণদিবস। দিনটি উপলক্ষে ব্যান্ডসংগীতের প্রখ্যাত এই শিল্পীকে স্মরণ করে এবিসি রেডিও এফএম ৮৯.২ তৈরি করেছে একটি অনুষ্ঠান। ‘রুপালি গিটার’ নামের এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গাওয়া কয়েকটি গান গাইবেন সংগীতশিল্পী শুভ। এক ঘণ্টার এই অনুষ্ঠানে তিনি ছয়টি গান গাইবেন। একই সঙ্গে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করবেন।
‘রুপালি গিটার’ অনুষ্ঠানে শুভ ‘ঘুমভাঙা শহরে’, ‘কোনো অভিযোগ’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘রুপালি গিটার’, ‘বাংলাদেশ’ গানগুলো গাইবেন। রিয়েলিটি শো ডিরকস্টার প্রতিযোগিতার মাধ্যমে আইয়ুব বাচ্চুর মতো মহাতারকার সান্নিধ্য পেয়েছিলেন শুভ। দুঃখের বিষয় হচ্ছে এই প্রতিযোগিতা শেষেই আইয়ুব বাচ্চুর সঙ্গে ভুল–বোঝাবুঝি তৈরি হয় শুভর। মারা যাওয়ার আগে প্রিয় শিল্পী ও প্রিয় মানুষের সঙ্গে সৃষ্ট ভুল–বোঝাবুঝির অবসান করতে না পেরে এখনো আফসোসটা রয়েই গেল তাঁর।
প্রথম আলোকে শুভ বলেন, ‘বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার ৫ দিন আগে এয়ারপোর্টে দেখা হয়। কনসার্টে আমি চট্টগ্রাম যাচ্ছিলাম। কিন্তু সেদিনও ভুল-বোঝাবুঝির অবসান করতে পারিনি। এই আফসোসটা থেকেই গেল। তবে বাচ্চু ভাইয়ের সঙ্গে দেখা হলেই হাসিমুখে কুশলাদি জানতেন। এটাও ঠিক, তাঁর সঙ্গে আমার যে হৃদ্যতা থাকা উচিত ছিল, আমার কারণেই হোক, অন্যদের কারণে হোক, ভুল-বোঝাবুঝিতে তা আর হয়নি। এখন খালি মনে হয়, কেন তাঁর সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারলাম না, তাঁর সঙ্গে কেন আরও সময় কাটালাম না।
আমার কাছে আইয়ুব বাচ্চু একটা লাইফস্টাইল, অন্ধের মতো যেটা আমরা অনুসরণ করতাম। আমার পুরো সংগীতজীবনে তাঁর একটা বিরাট প্রভাব আছে। তাঁর একটা কথা শুনলেই আশীর্বাদের মতো মনে হতো। আমি অনেক ভাগ্যবান, তাঁকে কাছ থেকে পেয়েছি। কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
আইয়ুব বাচ্চুকে সামনসামনি দেখার স্মতিচারণ করে শুব জানালেন, ‘১৯৯৯ সাল। আমি তখন সিটি কলেজে পড়ি। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একটা কনসার্ট ছিল। ৬০ টাকা করে টিকিট। আমরা টিকিট ছাড়াই চুরি করে কনসার্টে ঢুকি। সেখানেই প্রথম সামনাসামনি বাচ্চু ভাইকে বাজাতে দেখি। এরপর ব্যাক টু ব্যাক কয়েকটি কনসার্ট দেখি। তিতুমীর কলেজ, রাওয়া ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর—এমন কোনো জায়গা নেই যেখানে তাঁর কনসার্ট দেখিনি।’
এবিসি রেডিওতে বেলা তিনটায় ‘রুপালি গিটার’ অনুষ্ঠানটি প্রচার করা হবে। এ অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার। আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান।