ডিফারেন্ট টাচ ব্যান্ডের তানভীর, পিয়াল, মেজবাহ, মিরাজ, শিমু
ছবি: প্রথম আলো

আজ রাত ১০টায় রেডিও এবিসির ফেসবুক পেজে রয়েছে ডিফারেন্ট টাচের কনসার্ট। গত শতকের নব্বইয়ের দশকের সাড়া জাগানো এ ব্যান্ডের ‘শ্রাবণের মেঘগুলো’, ‘মন কী চায় বলো’, ‘ভালোবাসার তানপুরা’ গানগুলো ১৯৮৯ সালে সাড়া ফেলে। সেই থেকে আজও গানগুলো জনপ্রিয়তা ধরে রেখেছে। আজ কনসার্টে নতুন–পুরাতন বেশ কিছু গান শোনাবে দলটি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিফারেন্ট টাচের কনসার্ট শোনা যাবে এবিসি রেডিও ৮৯.২ এফএমে। দলের ভোকাল মেজবাহ রহমান বলেন, ‘তিন দশক ধরে শ্রোতাদের ভালোবাসায় আমরা আপ্লুত। ঈদে তাঁদের জন্য গাইতে আমাদের ভালো লাগবে। আমাদের বেশ কয়েকটি পুরোনো গানের পাশাপাশি নতুন গানও এই কনসার্টে গাইব।’

ডিফারেন্ট টাচ ব্যান্ডের বর্তমান লাইন আপে রয়েছেন ভোকাল মেজবাহ রহমান, বেজ গিটারে পিয়াল, লিড গিটারে মিরাজ, কি–বোর্ডে শিমু এবং ড্রামসে তানভীর। ২০০৫ সাল থেকে এই লাইন আপ নিয়ে নিয়মিত সংগীতচর্চা করে যাচ্ছে দলটি।