‘আপনি এসেছিলেন বলেই সুরের রাজ্য এতটা মধুর ছিল’
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা শেষ হলো। উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ৯২ বছর বয়সে রোববার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের তারকারা।
কুমার বিশ্বজিৎ, কণ্ঠশিল্পী
আমাদের একজনই লতা মঙ্গেশকর। শারীরিক মৃত্যু হলেও আমাদের মাঝে চিরজীবী হয়ে চিরঋণী করে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।
শাকিব খান
সংগীতে তিনি ছিলেন সম্পূর্ণ কিংবদন্তি গায়িকা। তাঁর চলে যাওয়া খুবই দুঃখজনক। কিন্তু তিনি তাঁর সংগীতের কণ্ঠ দিয়ে আমাদের হৃদয় ও আত্মায় আজীবন বেঁচে থাকবেন।
অঞ্জনা, অভিনয়শিল্পী
বিদায় সুরসম্রাজ্ঞী—পৃথিবী নামক এই গ্রহে আপনি এসেছিলেন বলেই সুরের রাজ্য এতটা মধুর ছিল! আপনার মহাপ্রয়াণে পৃথিবী আজ ব্যথিত নিঃসঙ্গ।
শাবনাজ, অভিনয়শিল্পী
স্বর কোকিলা, লতা মঙ্গেশকর মহাশয়ার প্রয়াণ সম্পর্কে জেনে খুবই কষ্ট লাগছে। তাঁর প্রাণময় কণ্ঠ দিয়ে কয়েক দশক ধরে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন। ভারতের নাইটিঙ্গেল চলে গেলেও তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।
‘প্রেম একবারই এসেছিল নীরবে,
আমারই এ দুয়ার প্রান্তে।
সে তো হায়, মৃদু পায়,
এসেছিল পারিনি তো জানতে,
প্রেম একবারই এসেছিল নীরবে’
বিজরী বরকতউল্লাহ
লতা জি…একটি যুগের সমাপ্তি। তিনি জাদুকরি গানের কণ্ঠে আমাদের কাছে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর বিদায়ে সংগীত অঙ্গনে একটি শূন্যতা তৈরি হলো। যা পূরণ করা যাবে না। আপনি আমার বাবার প্রিয় শিল্পী ছিলেন। আমি যখন ছোট ছিলাম, আমি প্রতি শুক্রবার আপনার গান শুনে ঘুম থেকে উঠতাম। আপনার আত্মা শান্তিতে থাকুক।
চঞ্চল চৌধুরী, অভিনয়শিল্পী
বিদায়...সুরের দেবী লতা মঙ্গেশকর।
শাহনাজ খুশি, অভিনয়শিল্পী
বিদায় লতাজি। গানের আকাশ, সুরের জাদুকরের জাগতিক বিদায়। গানের একটা শতাব্দীর অবসান। আপনার কণ্ঠের সুরের আবেশ, কানে, মস্তিষ্কে থেকে যাবে আরও কয়েক শতাব্দী! গভীর শোক এবং শ্রদ্ধা।
স্বাধীন খসরু, অভিনয়শিল্পী
চলে গেলেন গানের পাখি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
মাহিয়া মাহি, অভিনয়শিল্পী
লতা মঙ্গেশকর, ওপারে ভালো থাকবেন।