এবারই প্রথম

অনিমা রায়

বাংলাদেশ টেলিভিশনে রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় তালিকাভুক্ত হন দুই দশক আগে। ২০০৯ সালে ‘কোথা যাও’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে তাঁর সরাসরি সংযোগ তৈরি হয়। দীর্ঘ সংগীতজীবনে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন তিনি। আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এমনটাই জানালেন অণিমা রায়।
অণিমা জানালেন, কয়েক বছর আগেও তাঁকে নিয়ে সংগীতানুষ্ঠান হয়েছে ঠিকই কিন্তু সেখানে বাচিকশিল্পীও ছিলেন। এবারের পুরো অনুষ্ঠান তাঁকে ঘিরেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাল শনিবার বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গান ও কিছু প্রাসঙ্গিক আলোচনা দিয়ে সাজানো এ অনুষ্ঠানের আয়োজক ‘আমরা সূর্যমুখী’ সংগঠন।

এমন একটি আয়োজন নিয়ে শিল্পী হিসেবে আনন্দিত অণিমা রায়। তিনি বললেন, ‘অন্যান্য অনুষ্ঠানে হয় কি, তিন-চারটা গান গাইলাম, কিন্তু কোথায় যেন একটা অতৃষ্ণা থেকে যায়। মনে হয়, তৃপ্ত হতে পারলাম না। আর যখন নাকি একা দীর্ঘক্ষণ গান শোনানোর সুযোগ তৈরি হয়, একে তো নিজে তৃপ্ত হওয়া যায়, তেমনি শ্রোতাদেরও কিছু পছন্দের গানের অনুরোধ রাখতে পারা যায়। আমি মনে করি, এমন আয়োজনে শিল্পী ও শ্রোতার সঙ্গে চমৎকার লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। টেলিভিশনের লাইভ বা অন্য অনুষ্ঠানে এমনটা হয় না। এসব বিষয় ভাবলে শিল্পী হিসেবে এটা আমার জন্য বড় একটা সুযোগ।’

অনিমা রায়। ছবি: ফেসবুক থেকে

অণিমা জানালেন, এই অনুষ্ঠানে তিনি এক ঘণ্টার বেশি গান শোনাবেন। ১৫টি গানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত, স্বদেশ ও প্রেম পর্যায়ের গানই গাইবেন। একই সঙ্গে শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন। এমন একটি আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানালেন অণিমা রায়।

রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়ের পরিবেশনা। ছবি: প্রথম আলো

তিনি বললেন, ‘নিঃসন্দেহে আয়োজক প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানের সঙ্গে যিনি জড়িত, আমার ক্যারিয়ারের শুরু থেকেই তাঁরা আমার সম্পর্কে ভালো করেই জানেন। এর আগেও আমার আর কলকাতার একজন শিল্পীকে নিয়ে এই প্রতিষ্ঠান থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেটি ছিল দারুণ একটি অনুষ্ঠান। সেই থেকে তিনি ভাবছিলেন আমার একটা একক অনুষ্ঠান আয়োজনের। এখন যেহেতু করোনার পরিস্থিতি থেকে আমরা সবাই স্বাভাবিক সময়ের দিকে যাচ্ছি, সেই সময়ে এমন আয়োজন, শ্রোতাদের সরাসরি গান শোনানোর একটা বড় সুযোগ।’

অনিমা রায়। ছবি: ফেসবুক।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন বাসস চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানের আয়োজক আমরা সূর্যমুখীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথের গান নিয়ে দীর্ঘদিন যাবৎ এক শুদ্ধতম চর্চা করে যাওয়া শিল্পীর নাম অণিমা রায়। এর আগেও তাঁকে নিয়ে আমরা আয়োজন করেছি। কিন্তু এখন এক পরিণত অভিজ্ঞ শিল্পীর একক অনুষ্ঠান আমরা উপহার দিতে যাচ্ছি। আশা করি, এই সুরের সন্ধ্যাটি সবার জন্য উপভোগ্য হবে।’
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকছে।