default-image

মার্কিন মডেল জিজি হাদিদ আর গায়ক জায়ান মালিকের জন্য আজ সকালটা একদম অন্য রকম। সকালে জন্ম নিয়েছে দুজনের প্রথম সন্তান। কন্যাসন্তানের বাবা হওয়ার সুখবর জানিয়ে উচ্ছ্বসিত জায়ান টুইটে লিখেছেন, ‘এই যে আমাদের ছোট্ট রাজকন্যা। সুস্থ আর সুন্দর। কেমন যে লাগছে, তা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এই ছোট্ট মেয়েটাকে কী পরিমাণ ভালোবাসি, তা আমি নিজেও জানি না। এই মেয়েটাকে পেয়ে আমি কৃতজ্ঞ। আমি তাকে “আমার” দাবি করতে পেরে গর্বিত। আমরা সামনে যে জীবন একসঙ্গে কাটাব, সেই জীবনের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’ এ বার্তার সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, কন্যার ছোট্ট হাত ধরে রেখেছে বাবার আঙুল।

বিজ্ঞাপন
default-image

সদ্য মা হওয়া জিজি হাদিদও সে রকম একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের মেয়েটা আজ আমাদের জীবনের সঙ্গে যুক্ত হলো। এরই মধ্যে আমাদের জীবন বদলে গেছে। এ মুহূর্তে আমার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আছে।’

২৫ বছর বয়সী জিজির সন্তানের বাবা ২৭ বছর বয়সী ব্রিটিশ সংগীতশিল্পী জায়ান মালিক। পাঁচ বছর ধরে প্রেম করছেন এ জুটি। শুরুতে লুকোচুরি খেললেও জিজির ওয়ালপেপারে জায়ানের ছবি ভাইরাল হয়। পরে অবশ্য দুজনেই স্বীকার করেন মন দেওয়া-নেওয়ার কথা।পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর খবরটি জানিয়ে হাদিদ বলেছিলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমাদের ভালোবাসার আকাশে রংধনু উঠতে যাচ্ছে। সবার ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবকিছু ছাপিয়ে এখন আমি কেবল এই মুহূর্ত উপভোগ করতে চাই। ঘরে থাকার জন্য এটা চমৎকার সময়।’

বিজ্ঞাপন
default-image

ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক ভোকাল জায়ান শ্রোতাদের উপহার দিয়েছেন ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’, ‘ফিঙ্গারস’, ‘ফ্লেমস’-এর মতো সুপারহিট গান। ২০১৫ সাল থেকে প্রেম করছেন হাদিদ আর জায়ান। ২০১৮ সালে ঘোষণা দিয়ে তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। তারপর থেকে সম্পর্ক ভাঙা আর জোড়া লাগার নিয়মিত ঘটনায় পরিণত হয়। তবে গত বছর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারা জানান, সব মিটমাট করে আবার একসঙ্গে আছেন তাঁরা। আর এখন এক ছাদের নিচে তাঁদের সঙ্গে থাকবেন আরও একজন। হয়তো মেয়ে কোলে নিয়ে বিয়েটাও সেরে ফেলবেন এই জুটি।

মন্তব্য পড়ুন 0