শুরুতে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজের প্রস্তাব পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। আফজাল হোসেনের কাছ থেকে পাওয়া এই প্রস্তাবই ছিল তানভীর তারেকের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তার ওপর যখন সেই চলচ্চিত্রে অভিনয়েরও সুযোগ তৈরি হয়, সেটা আরও বড় প্রাপ্তি আকারে ধরা দেয়। তানভীর তারেক তেমনই দুটি সুযোগ পেয়ে তাই ভীষণ উচ্ছ্বসিত।
মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্র—যেখানে আফজাল হোসেন নাম লিখিয়েছেন, সফল হয়েছেন। সব মাধ্যমে অভিনয় দিয়েই দর্শকমনের বড় জায়গা দখল করে নিয়েছেন অভিনেতা–নির্মাতা আফজাল হোসেন। বিজ্ঞাপনচিত্র আর নাটক নির্মাণেও তাঁর মুনশিয়ানা দেখেছেন দর্শকেরা। ২০২০ সালের জানুয়ারিতে শুটিং শুরু করেন ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রের। করোনার কারণে শুটিংয়ে ব্যাঘাত ঘটলেও এখন শেষ লটের কাজ করছেন তিনি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে আফজাল হোসেন বানাচ্ছেন ‘মানিকের লাল কাঁকড়া’। আফজাল হোসেনের সেই চলচ্চিত্রে অংশ হতে পারাটাকে ভাগ্যেরও মনে করছেন এই গায়ক ও সংগীত পরিচালক। তানভীর তারেক বললেন, ‘এটা একেবারেই কাকতালীয় ঘটনা। আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র “মানিকের লাল কাঁকড়া”। শুরুতে দুটি গান নিয়ে কথা হয়।
প্রথম একটি গান গল্পের প্রয়োজনে, যা ছবির নায়িকা সোহানা সাবা পর্দায় ঠোঁট মেলাবেন। অন্যটি পুরো ছবির একটি থিম ট্র্যাক। হাতে অল্প সময় ছিল। তাই প্রাথমিকভাবে একটা রাফ ট্র্যাক তৈরি করে আফজাল ভাইকে পাঠাই। তিনি কিছু কারেকশন দিলে আমি আবার পাঠাই। “দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে” শিরোনামের এই রবীন্দ্রসংগীতটি শ্রোতা-দর্শকদের কাছে খুব একটা জনশ্রুত নয়, তারপরও নির্মাতা গল্পের প্রয়োজনে এই গান পছন্দ করেন। আফজাল ভাই আমাকে গিটারের ওপরেই গানটি তৈরি করতে বলেন। সেভাবেই আমার স্টুডিওতে তৈরি করে অণিমা রায়কে দিয়ে গানটি গাওয়াই।’
অভিনয়ের প্রসঙ্গ উঠতেই তানভীর তারেক বলেন, ‘এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। কারণ, আফজাল ভাই আমাকে কিছুই বলেননি। শুধু বললেন আগামীকাল শুটিং। তুমি কি তোমার গিটারটা নিয়ে আসতে পারবে? দেশের কিংবদন্তি একজন অভিনেতা-নির্মাতার অনুরোধ আমার কাছে আদেশের মতো। আমি রাজি হলাম। একজন মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করব, টেনশনে ছিলাম।
আফজাল ভাই বললেন, “তুমি ফেসবুকে যেমন মজা করে লেখ, সেভাবেই অভিনয় করবা।” আমি শুধু আফজাল ভাইয়ের নির্দেশনা মেনে চলেছি। কী করেছি, তা তিনিই ভালো বলতে পারবেন।’
‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফেরদৗস ও সোহানা।