ক্যানসারের কথা ভাবলে জীবন আরও দ্রুত ফুরিয়ে যাবে, বলেছিলেন টম
দীর্ঘ সাত বছর পর আবার একত্রিত হলেন দ্য ওয়ান্টেড ব্যান্ডের সদস্যরা। তাঁদের উদ্দেশ্য ছিল ক্যানসার রোগীদের জন্য অর্থ সংগ্রহ করা। ভাগ্যের কী নির্মম পরিহাস! এক বছর না পেরোতেই কিনা ক্যানসার কেড়ে নিল তাঁদের এক সদস্যের প্রাণ!
ব্যান্ড দ্য ওয়ান্টেডের ভোকাল টম পার্কার। মাত্র ৩৩ বছর বয়সে মরণব্যাধি ব্রেইন ক্যানসারে মারা গেছেন তিনি। গতকাল বুধবার পরিবার ও ব্যান্ড সদস্যদের উপস্থিতিতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্যান্ড দ্য ওয়ান্টেডের অফিশিয়াল পেজ।
ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে দ্য ওয়ান্টেড জানিয়েছে, ‘টম পার্কারের অকাল মৃত্যুতে ম্যাক্স, জেয়, শিভা, ন্যাথানসহ পুরো দ্য ওয়ান্টেড পরিবার বাকরুদ্ধ। দুপুরে আমাদের ও পরিবার উপস্থিতিতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
সে একজন অসাধারণ স্বামী ও বাবা ছিলেন।’ দ্য ওয়ান্টেড আরও জানায়, ‘সে আমাদের ভাই ছিল। তাকে হারানোর অনুভূতি শব্দ দ্বারা বাখ্যা করা সম্ভব না আমাদের। টম আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে।’
টম পার্কারের স্ত্রী কেলসি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘টম আমাদের পৃথিবীর কেন্দ্র ছিল। সে চলে গেছে পুরো পরিবারকে ছেড়ে। তাঁকে ছাড়া, তাঁর হাসি ছাড়া, প্রাণবন্ত উপস্থিতি ছাড়া জীবন কীভাবে চলবে, তা ভাবতে পারছি না।’
দ্য ওয়ান্টেড ব্যান্ড তৈরি হয়েছিল ২০০৯ সালে। দ্য ওয়ান্টেড সংগীতপ্রেমীদের উপহার দিয়েছে ‘অল টাইম লো’, ‘গ্ল্যাড ইউ কেম’-এর মতো সুপারহিট গান। কিন্তু দ্য ওয়ান্টেডভেঙে যায় ২০১৪ সালে। ২০২১ সালে তাঁরা আবার একত্রিত হন এবং লন্ডনে বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে কনসার্ট করেন তাঁরা।
সেই কনসার্ট টম পার্কার বলেছিলেন, ‘এমন নয় আমি ক্যানসারকে পাত্তা দিচ্ছি না, তবে শুধু ক্যানসারের কথা ভাবলে জীবন আরও তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, আমি সেটা চাই না।’
টম পার্কারের ব্রেইন টিউমার ধরা পড়ে ২০২০ সালের অক্টোবরে। এর পর থেকে তাঁর চিকিৎসা শুরু হলেও মরণব্যাধি রোগের সঙ্গে যুদ্ধ করে জিততে পারেননি তিনি।