‘গানটি যুদ্ধবিরোধী, শান্তির গান’
এর আগে বাংলাদেশের জয় শাহরিয়ারের কথা, সুর ও সংগীতে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা গান গেয়েছিলেন। ‘হয়তো আবার’ শিরোনামে ২০১৭ সালে ও ‘শেষ সময়’ শিরোনামে ২০১৮ সালে গান দুটি প্রকাশিত হয়। অনেক দিন পর আবারও জয় শাহরিয়ারের সুর-সংগীতে ‘শান্তি আসুক ফিরে’ শিরোনামে নতুন গান গাইলেন নচিকেতা। গত মাসের মাঝামাঝিতে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটির। গানটি লিখেছেন এনামুল কবির।
গানটি প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘সময়ের কথা বলে, এমন একটি গান এটি। গানটি যুদ্ধবিরোধী গান, শান্তির গান। বলতে পারেন, সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ আর অশান্তি পৃথিবীজুড়ে তার প্রতিবাদেই এই গান। এই গানটি এই সময়ের কথা ধরে রাখবে যুগ যুগান্তরে।’
নচিকেতার সঙ্গে পরপর গান করা ব্যাপারে জয় জানান, নচিকেতার সঙ্গে প্রথম গান করেন ২০১৬ সালে। প্রথম গানের আগে নচিকেতার সঙ্গে পরিচয় ছিল না তাঁর। বলেন, ‘ছোটবেলা থেকেই নচিকেতা, অঞ্জন দত্ত, সুমন কবিরের গান শুনে বড় হয়েছি। তাঁদের গান আমাদের ওপর একটা প্রভাব আছে। নচিকেতার সঙ্গে গান করতেই চাইতাম। কলকাতার এক দাদার মাধ্যমে নচিকেতার সঙ্গে প্রথম পরিচয়।’
প্রথম গান করার আগের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জয় বলেন, ‘সেই সময় নচিকেতা অন্যদের গান করতেন না। আমাকে বললেন ‘‘তোমার গান পাঠাও, ভালো লাগলে করব।’’ আমি কলকাতা গেলাম। আমার করা গান শুনে খুশি হলেন। এরপর কাজ করতে রাজি হলেন। এর পর থেকেই তাঁর সঙ্গে একটা সুসম্পর্ক হয়েছে আমার।’
রূপকথা প্রোডাকশনসের প্রযোজনায় আসন্ন ঈদুল আজহায় গানটি বাংলাদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোতরায় মুক্তি পাবে। এ ছাড়া রূপকথার ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে এর অফিশিয়াল ভিডিও।