শন মেন্ডেস ও ক্যামিলা ক্যাবায়োর দুই বছরের প্রেমের ইতি ঘটেছে। ২৩ বছর বয়সী কানাডীয় শিল্পী ইনস্টাগ্রামে জানিয়েছেন এ খবর। তিনি লিখেছেন, তিনি ও তাঁর বান্ধবী মার্কিন সংগীতশিল্পী ক্যামিলা ক্যাবায়ো তাঁদের রোমান্টিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি ইনস্টাগ্রামের বিবৃতিমূলক পোস্টে আরও লিখেছেন, ‘মানুষ হিসেবে আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হলো। আমরা “বেস্ট ফ্রেন্ডস” হিসেবে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম এবং “বেস্ট ফ্রেন্ডস” হিসেবেই দুজন সামনের দিকে পথ চলব।’
পোস্টের শেষে তিনি ভক্তদের এই দুই বছরের পথচলায় তাঁদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ক্যামিলা ক্যাবায়ো এই বিবৃতি তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
একসঙ্গে তাঁদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে গত ৩১ অক্টোবর ও ২ নভেম্বর। ক্যাবায়ো ও মেন্ডেসকে শেষ একসঙ্গে দেখা গেছে ফ্লোরিডার মায়ামিতে ৩ নভেম্বর। তখন তাঁরা মায়ামি সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছিলেন। সেই ছবিতে তাঁদের দেখা গেছে বেশ ঘনিষ্ঠ। পরস্পরকে চুমু খাচ্ছিলেন।
পাঁচ বছরের বন্ধুত্বের পর এই দুই সংগীত তারকা প্রেমে জড়িয়ে পড়েন ২০১৯ সালের জুলাই মাসে। ২০১৪ সালে প্রথম দুজনের সাক্ষাৎ হয়।