বিয়ের ২২ মাস পর বিবাহোত্তর সংবর্ধনা

কর্ণিয়ার সংবর্ধনায় শিল্পীরা

কণ্ঠশিল্পী কর্ণিয়া ও যন্ত্রসংগীতশিল্পী নাবিল সালাউদ্দিনের চার বছরের প্রেম। এরপর উভয় পরিবারের সিদ্ধান্তে করোনার মধ্যেই তাঁদের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য সুবিধাজনক সময় দেখছিলেন। তত দিনে সময় দুই বছরের কাছাকাছি হয়ে যায়। অবশেষে বিনোদন অঙ্গনের মানুষদের নিয়ে আয়োজন করলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শুক্রবার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শুক্রবার কর্ণিয়াদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়

কর্ণিয়া জানালেন, বিয়ের পরই করোনার প্রকোপ বেড়ে যায়। তাই আর সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হয়নি। দুই পরিবার সিদ্ধান্ত নেয়, করোনামুক্ত হলে তবেই আমাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। এর মধ্যে আবার আত্মীয়স্বজনের অনেকে মারা যান। এবার ঈদের পর দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেন সবাইকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করার। তারপর সবাইকে দাওয়াত দেওয়া শুরু। যাঁদের বলেছি, প্রায় সবাই এসেছেন। দেশের বাইরে থেকেও আত্মীয়স্বজনের অনেকে এসেছেন।’

রিয়েলিটি শো পাওয়ার ভয়েস দিয়ে পেশাদার গানের জগতে পর্দাপণ শুরু কণ্ঠশিল্পী কর্ণিয়ার। এই আয়োজনে তিনি প্রথম প্রথম রানারআপ হন। আর পাত্র নাবিল সালাউদ্দিনের শুরুটা হয় ‘সাবকনসাস’ ব্যান্ডের মাধ্যমে। এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। এর আগে কাজ করেছেন আর্ক, প্রমিথিউসসহ অনেক একক শিল্পীর সঙ্গে। চার বছরের প্রেম শেষে ২০২০ সালের ২৭ জুলাই তাঁরা দুজনে বিয়ে করেন।

আঁখি আলমগীর ও আসিফের সঙ্গে নাবিল ও কর্ণিয়া

কর্ণিয়া বললেন, ‘করোনার কারণে বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এখন ভাবছি বরকে নিয়ে কোথাও ঘুরতে যাব। নিজেদের মতো করে কয়েকটা দিন দেশের বাইরে থেকে ঘুরে আসার পরিকল্পনা করেছি। দেখা যাক সময় কখন মেলে।’

নিজেদের পরিচয় প্রসঙ্গে গায়িকা কর্ণিয়া বলেন, ‘একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের একে অপরের প্রতি ভালো লাগা ও ঘনিষ্ঠতা। এরপর আমাদের সম্পর্কের ব্যাপারটি দুই পরিবারকে জানাই। তাঁদের সম্মতি নিয়েই বিয়ে করি।’