মিতা হকের জন্য দোয়া চাইলেন মেয়ে জয়ীতা
বিশিষ্ট রবীন্দ্রসংগীত মিতা হক আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সপ্তাহ খানেক ধরে ঢাকার একটি হাসপাতালে এই গুণী সংগীতশিল্পীর চিকিৎসা চলছে। এমনটাই জানিয়েছেন শিল্পীর মেয়ে ফারহীন খান জয়ীতা। মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।
শিল্পী মিতা হক ৩ বছর ধরে ডায়ালাইসিস নিচ্ছেন। সবশেষ ১৮ জুলাই তিনি জ্বরে আক্রান্ত হন। পরীক্ষার পর জানা যায়, তিনি নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরদিন ১৯ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
জয়ীতা বলেন, ‘২৩ জুলাই সকালে মায়ের শরীরে কিছু জটিলতা দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। তাঁর শারীরিক অবস্থা এমন হয় যে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।’
মা মিতা হকের সবশেষ শারীরিক অবস্থার বর্ণনা করে জয়ীতা বলেন, ‘মঙ্গলবার রাত থেকে মায়ের শারীরিক অবস্থা ভালো হতে শুরু করে। কথা ছিল, তাঁর অবস্থা ভালোর দিকে গেলে তাঁকে কেবিনে দেওয়া হবে। চিকিৎসকেরা সে অনুযায়ী গতকাল সকালে তাঁকে আবার কেবিনে শিফট করেছেন। এটা আপাতত ভালো খবর।’
খবর আপাতত ভালো হলেও মিতা হকের অবস্থা নিয়ে উদ্বিগ্ন মেয়ে জয়ীতা। তিনি বলেন, ‘মায়ের সংক্রমণটা পুরোপুরি সারতে সময় লাগবে। তাঁর প্রচুর বিশ্রাম দরকার। সবার কাছে অনুরোধ, আপনারা যাঁরা তাঁর জন্য দুশ্চিন্তা করছেন, তাঁরা মায়ের জন্য শুভাশিস দিন। আপনাদের প্রার্থনায় মাকে রাখুন। সেটাই জরুরি। আপাতত তাঁকে দেখতে আসা জরুরি নয়। দর্শনার্থী ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। মাকে সুস্থ হতে হলে এই সময়টাতে তাঁকে একটু আলাদাভাবে রাখতে হবে। সবার সহযোগিতা চাই।’
সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তাঁর চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মেয়ে জয়ীতাও রবীন্দ্রসংগীতশিল্পী। এ ছাড়া মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।