রাজস্থানে যাওয়া হয়নি, তাই নিজের গানের মিউজিক ভিডিওতে নেই ইমরান
এর আগে ২০১৪ সালে ভারতের অডিও ও ভিডিও গানের প্রযোজনা প্রতিষ্ঠান ভেনাস থেকে ‘তেরে লিয়ে’ শিরোনামে হিন্দি গানের অডিও বের হয়েছিল বাংলাদেশের সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার ভারত থেকে হিন্দি গানের একটি মিউজিক ভিডিও আসছে এই শিল্পীর। ‘ম্যাইনু দাস্তু’ শিরোনামে গানটি ২৭ মে অ্যালিগেন্ট আই মিউজিক থেকে প্রকাশিত হবে। তার আগে শুক্রবার একযোগে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইমরান মাহমুদুলের পেজে গানটির ভিডিওর পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে ভিডিওর দুই মডেল ও গায়ক ইমরানকে দেখা গেছে।
ইমরান বলেন, ‘প্রায় চার মাস আগে গানটি করেছি। এটি একটি স্যাড মৌলিক হিন্দি গান। ঈদের আগে আগে গানটির মিউজিক ভিডিও করা হয়েছে। ২৭ মে মুক্তি পাবে।’
আনন্দিত ইমরান আরও বলেন, ‘আগে থেকেই আমার হিন্দি গান করার ইচ্ছা ছিল। হিন্দি গানের মিউজিক ভিডিও হবে, এই প্রত্যাশাও করতাম। এর আগে ভারত থেকে আমার একটি হিন্দি গানের অডিও বের হয়েছে। কিন্তু ভিডিও হয়নি। এবার হতে যাচ্ছে। ভালো লাগছে। কারণ, এখন তো সিনেমার গানের চেয়ে মিউজিক ভিডিওর দাপটই বেশি।’
কাজটি করার সুযোগ পাওয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘গত বছরের শেষের দিকে পলক মুচ্ছালের সঙ্গে “নিধন” নামে কলকাতার একটি সিনেমার গান করেছিলাম। ওই গানের সুরকার ছিলেন অঞ্জন। তখন এই গানটি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছিল। পরে তাঁর মাধ্যমেই এই গান করেছি।’
তবে গানটির ভিডিওতে ইমরানকে দেখা যাবে না। এ ব্যাপারে এই সংগীত তারকা বলেন, ‘আমারও থাকার কথা ছিল। ভিডিওর শুটিং হয়েছে রাজস্থানে। গত ঈদের তিন দিন আগে শুটিংয়ে যেতে বলেছিলেন তাঁরা। কিন্তু একদিকে ঈদ, অন্যদিকে ঈদের পরপরই শো করতে ইউরোপ সফরের শিডিউল ছিল। এ কারণে আর সম্ভব হয়নি।’ গানটি লিখেছে রজত। সুর-সংগীত করেছেন রাহুল ও অঞ্জন। গানটির ভিডিওতে মডেল হয়েছেন নন্দিনী ও সায়নি। এটি পরিচালনা করেছেন আমান নাটিয়াল।
এদিকে গানের শো নিয়ে এখন প্যারিসে আছেন ইমরান। ২৪ মে তাঁর দেশে ফেরার কথা আছে।