‘ওদের জন্য পোলাও রোস্ট, আমার জন্য আলুভর্তা’

পরিবারের বড় মেয়ে লুইপা
ছবি: ফেসবুক

পরিবারের বড় মেয়ে লুইপা। মা–বাবা তাঁকে বেশি আদর করেন ভেবে মন খারাপ করতেন ছোট দুই বোন। ছোটবেলায় এই নিয়ে বোনে বোনে খুনসুটি লেগেই থাকত। তবে একটা দিন এলেই খালি মনে হতো, লুইপার চেয়ে তাঁদের ছোট দুই বোনকেই বেশি ভালোবাসেন মা–বাবা। আর দিনটা হলো লুইপার জন্মদিন। কেন, কেন, জন্মদিনে তাঁদের এমনটা মনে হতো কেন?

সংগীতশিল্পী লুইপা বলেন, ‘জন্মদিনে আমার জন্য থাকত শুধু ঘি–আলুভর্তা দিয়ে ভাত। আমার এই খাবার দেখে ছোট দুই বোন অনেক মজা পেত। কারণ, তাদের জন্মদিনে পোলাও, মুরগির রোস্টসহ অনেক কিছু রান্না হতো আর আমার জন্মদিনে আলুভর্তা! ওরা ভাবত, আমাকে বিশেষ দিনে কম আদর করা হয়। কিন্তুই এটাই ছিল আমার পছন্দের খাবার।’

জন্মদিনের শুরুটা এবার স্টুডিওতে কেটেছে
ছবি: ফেসবুক

লুইপার আজ জন্মদিন। বিশেষ এই দিনের শুরুটা এবার স্টুডিওতে কেটেছে। ভেবেছিলেন হয়তো কারও মনেই নেই যে আজ তাঁর জন্মদিন। কিন্তু রেকর্ডিংয়ে গিয়ে অবাক। অনেক সুন্দর একটি কেক তাঁর জন্য আনা হয়েছে। তিনি বলেন, ‘জন্মদিনে আগে ভালো লাগত। এখন মন খারাপ থাকে। দিন দিন বয়স বেড়ে যাচ্ছে। জীবনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তারপরও অনেকেই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালো লাগছে।’

রেকর্ডিং শেষ করে ফিরতে ফিরতে ভোর হয়ে গিয়েছিল। তারপর ঘুম। ঘুম থেকে উঠে দেখেন ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। দিনটি প্রিয়জনদের রিপ্লাই দিতে দিতেই কাটাতে চান। লুইপা বলেন, ‘ফেসবুকে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমার ছবি ব্যবহার করেন। কিছু ছবি থাকে অনেক পুরোনো। সেই ছবি আমাকে অতীতে নিয়ে যায়। ছবিগুলো আমাকে ইমোশনাল করে। আর শৈশবে বাবা আমার জন্য এক বাক্স আইসক্রিম নিয়ে আসতেন। সবার সঙ্গে ভাগাভাগি করে খেতাম। সেই দিনগুলো মনে পড়ে যায়।’

বাবার কারণে গান পছন্দ করলেও সংগীতশিল্পী হবেন, এটা কখনো ভাবেননি লুইপা
ছবি: ফেসবুক

বাবার কারণে গান পছন্দ করলেও সংগীতশিল্পী হবেন, এটা কখনো ভাবেননি লুইপা। মায়ের কারণেই নাম লেখান ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-এ। এখন নিয়মিত গান নিয়েই থাকতে চান। তবে করোনার কারণে পেশা নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা বললেন এই অভিনেত্রী। নিয়মিত গান করতে পারছেন না। তিনি বলেন, ‘দীর্ঘ জীবনে অনেক কিছু পেয়েছি। বিশেষ করে বলার মধ্যে রুনা লায়লা ম্যাডাম আমার একটি গানের সুর করে দিয়েছিলেন, সেটা আমার সেরা প্রাপ্তি। এ ছাড়া কিছু পুরস্কার পেয়েছি। সংগীত আমার জীবনটাই বদলে দিয়েছে। নিয়মিত গান করে যেতে চাই।’

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ‘আমার মন মানে না’ শিরোনামে একটি গান করেছেন লুইপা। ১৫ আগস্ট শোক দিবসকে সামনে রেখে সম্প্রতি বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন। বৃষ্টি নিয়ে একটি গানের রেকর্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। কঠোর বিধিনিষেধ শেষ হলেই নিয়মিত রেকর্ডিংয়ে ব্যস্ত হবেন।

কঠোর বিধিনিষেধ শেষ হলেই নিয়মিত রেকর্ডিংয়ে ব্যস্ত হবেন
ছবি: ফেসবুক