শফি মণ্ডলের কণ্ঠে ‘আর কি হবে মানব জনম’

লোকগান নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে প্রথম আলো। সমকালীন শিল্পীদের জনপ্রিয় কিছু লোকগান নিয়ে ‘শেকড়ের গান’-এ শুক্রবার প্রকাশিত হচ্ছে শফি মণ্ডলের কণ্ঠে লালন সাঁইয়ের ‘আর কি হবে মানব জনম’ গানটি। কালজয়ী এ গান আজ রাত আটটায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও এবিসি রেডিওতে শোনা যাবে।
বাংলার চিরায়ত লোকগানের বিশাল ভান্ডার থেকে বাছাই করে ৫৫টি গান ভিডিওসহ প্রস্তুত করা হয়েছে শেকড়ের গানের জন্য। ডিজে রাহাতের পরিকল্পনা ও গোলাম রাব্বানীর সংগীতায়োজনে এই সময়ের ১৬ তরুণ পিয়ানোর সুরে গেয়েছেন গানগুলো। লোকগানের পাশাপাশি এ আয়োজনে থাকবে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত।

প্রতি শুক্রবার একটি শেকড়ের গান অবমুক্ত করবে প্রথম আলো। প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ছাড়াও গানগুলো দেখা যাবে ডিজে রাহাতের পেজ ও চ্যানেলে। হাতিল ফার্নিচার নিবেদিত শেকড়ের গান নির্মাণে সহযোগিতা করেছে ঐক্য ডটকম ডটবিডি।