শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির গান

সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত কথা ও সুরে ‘রাতজাগা পাখি’ নামের একটি গানে কন্ঠ দিলেন শাফকাত আমানত আলী ও সিঁথি সাহা

২০১৯ সালের কথা। ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান করছিলেন পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলী। মঞ্চের সামনে দর্শক আসনে বসে তাঁর গানে কণ্ঠ মেলাচ্ছিলেন বাংলাদেশি সংগীতশিল্পী সিঁথি সাহা। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে ডেকে নেন মঞ্চে। দুজন মিলে একসঙ্গে গান ধরেন।

সিঁথি সাহা

সিঁথি বলেন, ‘দুজনের গায়কি পছন্দ করার কারণে সে সময় অনেকেই আমাকে তাঁর সঙ্গে গান করার কথা বলেছিলেন। কিছুদিন পর শাফকাতের সঙ্গে বিষয়টি আলোচনা করলে তিনি রাজি হয়ে যান। বাংলা গানের প্রতি তাঁর আলাদা আগ্রহ আছে।’

ওই বছরে শেষের দিকে তাঁদের দুজনের জন্য ‘রাতজাগা পাখি’ নামে একটি গান লেখেন কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুরও করেন তিনি। সিঁথি সাহা বলেন, ‘কলকাতায় গিয়ে ইন্দ্রদীপের স্টুডিওতে গানটির আমার অংশটুকু রেকর্ড করি। শাফকাত তাঁর দেশ থেকে তাঁর অংশটুকু করে ইন্দ্রদীপের কাছে পাঠান। এভাবে দুজনের গান হয়ে গেল।’

২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলাদেশি সংগীতশিল্পী সিঁথি সাহার পরিচয়
ছবি:সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। শনিবার গানটির ভিডিও টিজার প্রকাশিত হয়। আগামী ২ ডিসেম্বর একযোগে সিঁথি সাহার ইউটিউব চ্যানেল, ফেসবুক, প্রথম আলোর ফেসবুক ও ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ইউটিউব চ্যানেল এবং শাফকাত আমানতের ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশিত হবে গানের পুরো ভিডিও। এ ব্যাপারে সিঁথি সাহা বলেন, ‘আরও আগেই গানটির ভিডিও প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সম্ভব হয়নি।’

শাফকাতের সঙ্গে গানটি করতে পেরে দারুণ খুশি বাংলাদেশের এই সংগীতশিল্পী। বলেন, ‘এত বড় মাপের একজন সংগীতশিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। গানটি প্রকাশ হতে যাচ্ছে। আমি ভাগ্যবতী।’ আরও তিনটি গান পর্যায়ক্রমে করবেন তাঁরা। গান তিনটি বাংলা ও হিন্দি ভাষাতে হবে, জানালেন সিঁথি সাহা।

কলকাতায় ইন্দ্রদীপের স্টুডিওতে গানটির আমার অংশটুকু রেকর্ড করি। শাফকাত তাঁর দেশ থেকে তাঁর অংশটুকু করে ইন্দ্রদীপের কাছে পাঠান। এভাবে দুজনের গান হয়ে গেল : সিঁথি সাহা
ছবি:সংগৃহীত

গানটির প্রকাশ উপলক্ষে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে শাফকাত আমানত বলেছেন, ‘প্রথমবারের মতো বাংলা গান গেয়েছি। আমি রোমাঞ্চিত। বাংলা গান আমার ভালো লাগে। সুযোগ পেলেই শুনি। গানের মুক্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ব্যস্ততা ও পারিপার্শ্বিকতার কারণে আসতে পারছি না।’

তবে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন তিনি, ভিডিও বার্তায় সেটিও জানিয়েছেন শাফকাত। ‘রাতজাগা পাখি’ গানটির ভিডিওতে সিঁথি সাহার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক এ বি এম সুমন। ভিডিওটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক।

‘রাতজাগা পাখি’ গানটির ভিডিওতে মডেলও হয়েছেন সিঁথি সাহা
সংগৃহীত

এদিকে ‘হৃদিতা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে গান করলেন সিঁথি সাহা। ‘হৃদিতা’ ছবিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা। নাম ঠিক না হওয়া ছবির গানটি একক। পাশাপাশি স্টেজ শো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অনেকগুলো অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য অনুশীলন করছেন এই সংগীতশিল্পী।