এক মঞ্চে সত্যজিতের চরিত্রেরা

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে ছিল এক বিশেষ অনুষ্ঠান
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ ছিল শেষ দিন। গত ২৫ এপ্রিল এই উৎসবের উদ্বোধন করা হয় কলতকাতার নজরুল মঞ্চে। আজ সন্ধ্যার পর উৎসবের সমাপনী অনুষ্ঠান ছিল কলকাতার রবীন্দ্র সদনে। সেই অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা–অভিনেত্রীসহ সেরা কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এ অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করা শিল্পী ও কলাকুশলীরা
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

এদিকে চলচ্চিত্র উৎসবের শেষ দিনে চলচ্চিত্র উৎসব কমিটি রবীন্দ্র সদনে দুপুরে আয়োজন করে নতুন অনুষ্ঠান কলকাতায় সত্যজিৎ রায়ের চরিত্ররা। এ অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করা শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা বরুণ চন্দ, নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র, অভিনেতা রঞ্জিত মল্লিক, অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকর, ‘পথের পাঁচালি’র অপু চরিত্রের অভিনেতা সুবীর ব্যানার্জি, ‘সোনার কেল্লা’র মুকুল চরিত্রের কুশল চক্রবর্তী, ‘ফেলুদা’র সহকারী তপসে চরিত্রের সিদ্ধার্থ ব্যানার্জি, ‘ডাকঘর’–এর রতন চরিত্রের অভিনেত্রী চন্দনা ব্যানার্জি, ‘শাখা প্রশাখা’য় শিশুশিল্পী ডিঙ্গো চরিত্রের অভিনেতা সোহম চক্রবর্তী। উৎসব কমিটি উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান তাঁদের।

উৎসব কমিটি উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান তাঁদের
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের ছবির টেকনিশিয়ান অনিল ঘোষ, সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখার্জি এবং চিত্রগ্রাহক তারাপদ ব্যানার্জি ও হিরক সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তী, পরিচালক ও সত্যজিৎ রায়ের ছেলে পরিচালক সন্দীপ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক অরিন্দম শীল এবং সাংবাদিক গৌতম ভট্টাচার্য।

অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকরের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা স্মারক
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

সত্যজিৎ রায়ের ছবির চরিত্রেরা পরিচালকের ছবি নিয়ে কথা বলেন, করেন স্মৃতিচারণা। তুলে আনেন সেই দিনের নানা অজানা কথা। ছবিতে অভিনয় করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথাও তাঁরা তুলে ধরেন। তুলে ধরেন সে যুগের নায়ক–নায়িকাদের নানা অজানা কথা, সত্যজিৎ রায়ের নানা উপদেশ ও নির্দেশনার কথাও।

হাজির হয়েছিলেন ‘পথের পাঁচালি’র অপু, ‘সোনার কেল্লা’র মুকুল, ‘ফেলুদা’র সহকারী তপসে, ‘ডাকঘর’–এর রতন, ‘শাখা প্রশাখা’র ডিঙ্গোরা
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

উৎসবের শেষ দিনে দেখানোর তালিকায় ছিল ‘অ্যানাটোমিয়া’, ‘আ হিরো’, ‘অ্যান্নেট্টে’, ‘দ্য রেপিস্ট’, ‘ট্রি পিয়ানি’, ‘কালকক্ষ’, ‘মানিকবাবুর মেঘ’, ‘বালা’, ‘কেন এল না’, ‘লাগাম’, ‘তারাদের মাঝে’, ‘বন্দে মাতরম’ ছবিগুলো।