কুসুমের অপেক্ষায়

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে আবীর, হারুণ, পরমব্রত। ‘কুসুম’–এর ভূমিকায় জয়া আহসানকোলাজ

কলকাতা থেকে বোলপুরে যাচ্ছিলেন জয়া আহসান। যেতে যেতে কখনো রাস্তার দুই পাশে, কখনো মুঠোফোনের স্ক্রিনে চোখ। হোয়াটসঅ্যাপে থেকে থেকে খুদে বার্তার জবাবও দিয়ে যাচ্ছিলেন। গত সোমবার শুরু হয়েছে নতুন যাত্রা। গন্তব্য বহুদূর, সেই গত শতকের ত্রিশের দশকে; ‘কুসুম’–এর সময়ে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কুসুম’–এর ভূমিকায় জয়া আহসান
ছবি: সৌজন্য

জয়া আহসান এখন কলকাতায় নতুন ছবির শুটিং শুরু করেছেন। ইতিমধ্যে এ কথা জেনে গেছেন তাঁর সাড়ে ৫৬ লাখ অনুসারী, রূপ ও গুণগ্রাহী। এ যাত্রায় এক হয়েছে অনেকগুলো মুগ্ধ করার মতো অনুষঙ্গ। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা বানাচ্ছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। অনেক দিন পর বাংলা ছবি করছেন তিনি। পেছনে রয়েছে জমিয়ে রাখা স্বপ্ন, কিছুটা দায়ও। বাবা অরুণ মুখোপাধ্যায় এ উপন্যাস মঞ্চস্থ করেছিলেন। এবার তিনি তুলছেন আরও বড় মঞ্চে।

আবীর চট্টোপাধ্যায়
ছবি: সৌজন্য

জয়া আহসানকে দেখা যাবে উপন্যাসের কুসুমের ভূমিকায়। ২৩ বছরের রহস্যময় তরুণী কুসুম। খাপছাড়া, খামখেয়ালিপনা তাকে করে তোলে অদ্ভুত। আর মূল চরিত্র, শশীর ভূমিকায় আবীর চট্টোপাধ্যায়। কুসুমকে পরিচালক সাজিয়েছেন ত্রিশের দশকের কথা মাথায় রেখে। শাড়ি, লাল গামছায় বাঁধা ভেজা চুল। সিঁদুর ধুয়েও রয়ে গেছে কিছুটা, গলায় সোনার গয়না, হাতে শাখা। জয়া থেকে কুসুমে রূপান্তর ভক্তদের কাছে তাঁকে করে তোলে আরও অদ্ভুত। কেমন অনুভূতি হচ্ছে ‘কুসুম’ হয়ে? হোয়াটসঅ্যাপ থেকে ভেসে আসা জয়ার কণ্ঠ বলে, ‘উপন্যাসে পড়া চরিত্রগুলো রক্তমাংসে সামনে হাজির হয়েছে, সেটা মজা লাগছে। বেশ উপভোগ করছি।’ ছোটবেলায় পুতুল নাচের ইতিকথা পড়েছিলেন জয়া। সেই উপন্যাসের নায়িকা হিসেবে একজন সুদক্ষ পরিচালকের নির্দেশনায় কাজ করা তাঁর জন্য আনন্দের, সে কথাও জানালেন।

গোলাম সরোয়ার হারুণ
ছবি: সৌজন্য

এ ছবিতে আরও অভিনয় করেছেন পরমব্রত, ধৃতিমান, অনন্যা চট্টোপাধ্যায় ও কুসুমের স্বামী পরাণ চরিত্রে গোলাম সরোয়ার হারুণ। ঢাকার হারুণ বহুকাল আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী হয়েছেন। নিউইয়র্কে বিজ্ঞাপনী সংস্থা চালু করেছেন। এখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানাচ্ছেন। প্রথমবার জয়া আহসানের সঙ্গে কাজ করছেন তিনি। সেই সূত্রে প্রথম আলাপ। জয়ার প্রতিভায় মুগ্ধ ছিলেন হারুণ। তিনি বলেন, ‘সুমন আমার পুরোনো বন্ধু। একদিন বলল তাঁর নতুন ছবিতে কাজ করব কি না। যখন শুনলাম পুতুল নাচের ইতিকথা, আমি খুবই আগ্রহী হলাম। জয়ার সঙ্গেও প্রথম কোনো কাজ হতে যাচ্ছে। জয়া যখন অভিনয় শুরু করে, তত দিনে আমি দেশ ছেড়েছি। নতুন এই ছবির প্রতি সুমনের সততা, নির্মাণের আয়োজন বলছে, একটা ভালো জিনিস হবে।’

পরমব্রত চট্টোপাধ্যায়
ছবি: ফেসবুক থেকে নেওয়া

মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ‘পুতুল নাচের ইতিকথা’র শুটিং। তারপর পরিচালক সুমন মুখোপাধ্যায় যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি ফেলোশিপের পাশাপাশি ছবির শুটিং–পরবর্তী কিছু কাজ এগিয়ে নেবেন। আর জয়া আহসান যাবেন ভারতের ঝাড়খন্ডে, ‘কালান্তর’ ছবির বাকি শুটিংয়ে অংশ নিতে। সেখানে তাঁকে দেখা যাবে এক বিপ্লবীর ভূমিকায়। তবে পর্দায় কুসুমের জন্য অপেক্ষা করবে বাঙালি। মানিকের কালজয়ী উপন্যাসে বাংলাদেশের নায়িকা হিসেবে যুক্ত হওয়া, সে–ও পশ্চিমবঙ্গের সেরা সব শিল্পীর সঙ্গে, এটাও দুই বাংলার মানুষের জন্য কম আগ্রহের বিষয় নয়। অন্যদিকে পরিচালক সুমন বেশ কিছু বাংলা ও হিন্দি ভাষার সিনেমা বানিয়েছেন। সেসবের মধ্যে রয়েছে ‘মহানগর’, ‘অসমাপ্ত’, ‘নজরবন্দ’, ‘পশম পা’। বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে ‘নজরবন্দ’ ছবিটি।