টানা ১৫ দিন বাজবে লতার গান
ভারতরত্ন লতা মঙ্গেশকরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আজ পশ্চিমবঙ্গ সরকারের অর্ধদিবস ছুটি ছিল। দুপুরের পর রাজ্যের সব অফিস–আদালত বন্ধ হয়ে যায়। আজ রাজ্যজুড়ে ১৫ দিন ধরে বাজানো শুরু হয়েছে লতার গান। পাড়া–মহল্লার বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন লতার প্রতিকৃতি রেখে ওই প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে গোটা রাজ্যজুড়ে। একই সঙ্গে আজ থেকে ১৫ দিন ধরে বাজানো শুরু হয়েছে লতার গান।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতার রবীন্দ্র সদনে লতার প্রতিকৃতি রেখে সেখানে গভীর শ্রদ্ধা জানানো হয়। সেই প্রতিকৃতিতে শত শত ভক্ত ফুল আর মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লতার প্রতি। সেই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে লতার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মমতা ছাড়াও আজ রবীন্দ্র সদনে এসে লতার প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ রায়, শশী পাঁজা, তৃণমূল সাংসদ ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার, তৃণমূল বিধায়ক ও চিফ হুইপ তাপস রায়, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সিপিএম নেতা রবীন দেব, বিজেপির সাবেক মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, সংগীতশিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, সৈকত মিত্রসহ কলকাতার বহু শিল্পী ও বিশিষ্টজন।
গতকাল রোববার সকালে মুম্বাইয়ের বিখ্যাত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে প্রয়াত হন সুরসম্রাজ্ঞী। তাঁর মৃত্যুতে গোটা দেশের ন্যায় পশ্চিমবঙ্গেও নেমে আসে শোকের ছায়া।