আজ মারা যাবেন রাণী রাসমণি

‘করুণাময়ী রাণী রাসমণি’র সেটে গত পরশু শেষবারের মতো গিয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রতিদিনের মতো করেছেন শুটিং। কিন্তু বিদায় নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন, কথা বলতে গিয়ে ধরে এল তাঁর কণ্ঠ। আজ রোববার ধারাবাহিকটিতে শেষ হচ্ছে তাঁর ভূমিকা। আজ মারা যাবেন রাণী রাসমণি।

‘করুণাময়ী রাণী রাসমণি’র সেটে দিতিপ্রিয়ার সেলফিতে সহশিল্পীরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০১৭ সালে ১৫ বছর বয়সে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে যুক্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। চার বছর ধরে ধারাবাহিকটিতে নামভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। তাঁর বিদায়ে পুরো টিমের তাই মন খারাপ। এক ভিডিও বার্তায় ভারতীয় সংবাদমাধ্যমকে দিতিপ্রিয়া বলেন, ‘চার বছরে যা শিখেছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি, এ জন্য আমি কৃতজ্ঞ। এ সবকিছুই আমার সঙ্গে রয়ে যাবে।’

শিশুশিল্পী হিসেবে টেলিভিশনে দিতিপ্রিয়ার অভিনয়জীবন শুরু। ছবি: ইনস্টাগ্রাম থেকে

শিশুশিল্পী হিসেবে টেলিভিশনে দিতিপ্রিয়ার অভিনয়জীবন শুরু। ‘মা’, ‘দুর্গা’, ‘অপরাজিতা’, ‘ব্যোমকেশ’, ‘বামাক্ষ্যাপা’, ‘তোমায় আমায় মিলে’, ‘তারে অমি চোখে দেখিনি’ ধারাবাহিকগুলোয় অভিনয় করেন। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন তিনি। তারপর বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’তে অভিনয় করেন। শিগগিরই ‘ববি বিশ্বাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দিতিপ্রিয়া।

‘ববি বিশ্বাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দিতিপ্রিয়া। ছবি: ইনস্টাগ্রাম

তবে রাণী রাসমণির বিদায়ে শেষ হচ্ছে না ধারাবাহিকটি। নাটকের অন্য দুই প্রধান চরিত্র গদাধর ও সারদামণির যাত্রা অব্যাহত থাকবে। চ্যানেল সূত্রে জানা গেছে, এবার গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার গল্প দেখানো হবে। অন্যদিকে সারদামণি বড় হবেন। তিনিও সারদা মায়ের পরিচয়ে পরিচিত হবেন। ওই চরিত্রে অভিনয় করবেন সন্দীপ্তা সেন। সম্প্রতি অঞ্জন দত্তের পরিচালনায় ‘মার্ডার ইন দ্য হিলস’ ওয়েব সিরিজে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা।

সন্দীপ্তা সেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রানির স্বামী রাজা রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেতা গাজী আবদুন নূর। ভারতে পড়াশোনা করতে গিয়ে সেখানকার টেলিভিশনে কাজ করার সুযোগ পেয়ে যান এই তরুণ। গল্পে তাঁর ভূমিকা শেষ হয়ে যাওয়ার পর ঢাকায় ফিরে নূর প্রথম আলোকে বলেছিলেন, গল্প অনুযায়ী তাঁর চরিত্রটি অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দর্শকের আগ্রহের কারণে জি বাংলা কর্তৃপক্ষ রাজচন্দ্রের ভূমিকাটি বাড়িয়েছিল। ধারাবাহিকে রাজা রাজচন্দ্রও মারা গেছেন।

‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালে দিতিপ্রিয়া রায় ও গাজী আবদুন নূর