আবার তাঁরা
গানের পাশাপাশি সংগীতশিল্পী তাহসানকে এখন নাটকে অভিনয়েও ব্যস্ত দেখা যায়। ঈদ উৎসবে তাই একাধিক নাটকে অভিনয় করে থাকেন। অন্যদিকে বিদ্যা সিনহা মিম বিভিন্ন পণ্যের মডেলিং ও চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। উৎসবে হঠাৎ তাঁকে নাটকে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতরে তিনটি নাটকে অভিনয় করছেন মিম। এই তিন নাটকে তাঁর সহশিল্পী তাহসান। দর্শকের আগ্রহের কারণেই একসঙ্গে তিনটি নাটকে অভিনয় করা হচ্ছে বলে জানান তাহসান ও মিম।
তাহসান বলেন, ‘আমরা খুব বেশি কাজ করিনি। একসঙ্গে বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে আগে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শকেরা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকেরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’
এ বিষয়ে মিম বলেন, ‘ভক্তদের কথা বিবেচনা করে ঈদ উৎসবে এক-দুটো নাটকে অভিনয় করি। এবার তিনটি করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই আছেন, রাজি না হয়ে উপায় থাকে!’
জানা গেছে, এরই মধ্যে মাবরুর রশিদ বান্নাহর আদার হাফ ও মাহমুদুর রহমান হিমির অবশেষে নামে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে। তানিম রহমান অংশু পরিচালিত ‘মরিবার হলো তার সাধ’ নাটকটির শুটিং এ মাসের শেষ দিকে হবে।