ইত্যাদির শুটিংয়ে সব দর্শকের মুখে মাস্ক ছিল

এবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নতুন পর্বের দৃশ্যধারণের কাজ সম্পন্ন করেছেন হানিফ সংকেত।ছবি:ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

নতুন স্বাভাবিকে বিনোদন অঙ্গনের সবাই যখন কাজে নেমে পড়েন, হানিফ সংকেতও তাঁর দলবল নিয়ে নেমে পড়েন ‘ইত্যাদি’র শুটিংয়ে। এবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নতুন পর্বের দৃশ্যধারণের কাজ সম্পন্ন করেছেন তিনি। আয়োজক কর্তৃপক্ষ মঞ্চের সামনে উপস্থিত দর্শকদের ‘ইত্যাদি’ মাস্ক সরবরাহ করে। হানিফ সংকেত বলেন, ‘একজন দর্শকও মাস্ক পরা ছাড়া ছিলেন না। সবার নিরাপত্তার কথা ভেবে আমরা নিজেদের উদ্যোগে মাস্ক সরবরাহ করেছি।’
করোনার কারণে কয়েক মাস ধরে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নতুন পর্বের শুটিং হয়নি। এরপরও দর্শককে বঞ্চিত করেননি এই অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক হানিফ সংকেত।

‘ইত্যাদি’র পরিকল্পক ও উপস্থাপক হানিফ সংকেত।
ছবি:ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

পুরোনো অনুষ্ঠান থেকে অব্যবহৃত ফুটেজ ও প্রচার হওয়া অনুষ্ঠানের কিছু উল্লেখযোগ্য অংশের সমন্বয়ে কয়েকটি পর্ব তৈরি করেন। দর্শকের মনের ক্ষুধা কিছুটা মেটানোর চেষ্টা করেন। শিকড়ের সন্ধানে ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ বরাবরই দেশের নানা প্রান্তে দৃশ্যধারণ করার মধ্য দিয়ে নতুনত্ব আনার চেষ্টায় থাকে। করোনার কারণে তা এত দিন সম্ভব হয়নি। দীর্ঘ কয়েক মাস পর তা সম্ভব হয়েছে। ১৪ অক্টোবর দৃশ্যধারণের কাজ শেষ হয়।    

হানিফ সংকেত বলেন, ‘অন্যান্য সময় প্রচুর দর্শকের সমাগম থাকলেও এবারের পর্বে সীমিত দর্শকের উপস্থিতি ছিল। টপশটে গেলে টেলিভিশনের দর্শকেরা তা দেখতে পাবেন।

নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ।
ছবি:সংগৃহীত

সবাই স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলের পুরোটা জীবাণুমুক্ত করেছি।’ এবারের আয়োজন করতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে বলেও জানালেন হানিফ সংকেত। তিনি বললেন, ‘দীর্ঘদিন পর অনুষ্ঠানে শুটিং করলাম। সব শিল্পী বেশ আন্তরিক ছিলেন। “ইত্যাদি”র দর্শকেরাও অনেক দিন ধরে বলছিলেন, কবে হবে কবে? সবকিছু তো স্থবির করে রাখা যাবে না। কাজ তো করতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে যতটুকু করার ততটুকু করেছি আরকি। ভিন্ন রকম অভিজ্ঞতা ছিল।’ হানিফ সংকেত জানালেন, ইত্যাদি অনুষ্ঠানের চূড়ান্ত দৃশ্যধারণের আগে কয়েকবারই রাজশাহী যেতে হয়েছে। ভেন্যু নিয়েও কয়েকবার মিটিং করতে হয়েছে।

এবারের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাস, ঐতিহ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন
ছবি:সংগৃহীত


শিকড়ের সন্ধানে ‘ইত্যাদি’তে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে বের করে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

সেই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাস, ঐতিহ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে রাজশাহীর সীমান্তঘেঁষা বাংলাদেশের ছোট্ট গ্রাম-চর খিদিরপুরের ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে একটি মানবিক প্রতিবেদন।

নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ।
ছবি:সংগৃহীত

রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমিকে নিয়ে তৈরি একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমিরই প্রশিক্ষণরত দেড় শতাধিক পুলিশ সদস্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন কমল, রিয়াদ ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদী।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এবারের ‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, আজিজুল হাকিম, আব্দুল কাদের, আফজাল শরীফ, শুভাশীষ ভৌমিক, শবনম পারভিন, কামাল বায়েজীদ, আমিন আজাদ, মোহাম্মদ বারী, জিল্লুর রহমান, নিপু, জামিল হোসেন, তারেক স্বপন, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

এবারের ‘ইত্যাদি’তে শুভাশীষ ভৌমিক ও জামিল হোসেন।
ছবি:সংগৃহীত

হানিফ সংকেত জানালেন, ‘৩০ অক্টোবর শুক্রবার “ইত্যাদি” প্রচারিত হওয়ার কথা থাকলেও সেদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। তাই এক দিন আগে বাংলাদেশ টেলিভিশনে আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।’ ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।