ঈদে ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান নিয়ে ৭ নাটক

‘সময়’ নাটকের দৃশ্য
সংগৃহীত

নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে সফল হয়েছেন—এমন ৭ ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে তৈরি হয়েছে সাতটি নাটক। ঈদের সাত দিন এনটিভিতে দেখা যাবে সাতটি নাটক। নাটকগুলো পরে আবার আইডিএলসির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন প্রতিদিন রাত ৯টায় একটি করে নাটক দেখা যাবে।

ঈদের দিন দেখা যাবে ‘সময়’। শ্যামল মাওলা ও নীলাঞ্জনা নীলা অভিনীত নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

স্রোতের বিপরীতে নাটকের দৃশ্য
সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘স্রোতের বিপরীতে’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এলেন শুভ্র ও কেয়া পায়েল।

ঈদের তৃতীয় দিন ময়ূখ বারীর ‘মুখোশ’ নাটকটি দেখা যাবে। অভিনয় করেছেন এফ এস নাঈম, সারিকা সাবাহ।

‘নট আউট’ নাটকের দৃশ্য
সংগৃহীত

ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘নট আউট’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন রুমানা রশীদ ঈশিতা, ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাসার।

‘সাথী’ নাটকটি দেখা যাবে ঈদের পঞ্চম দিন। ময়ূখ বারীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তানভীন সুইটি, সাহেদ আলী।

ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘প্রেসক্রিপশন’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাফা কবির, জুনায়েদ।

বিপরীতে তুমি আমি নাটকের দৃশ্য
সংগৃহীত

ঈদের সপ্তম দিন দেখা যাবে ‘বিপরীতে তুমি আমি’। পথিক সাধনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাদিয়া মিম।

পুরো প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জীবনমুখী গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এই সিরিজে এমন কিছু গল্প নিয়ে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি, দর্শকের কাজগুলো ভালো লাগবে।’

প্রেসক্রিপশন নাটকের দৃশ্য
সংগৃহীত

প্রকল্পটি আয়োজন করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির গ্রুপ চিফ মার্কেটিং অফিসার জানে আলম বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় অর্থায়ন পেতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। নাটকগুলোয় এই সমস্যাগুলোরই সমাধান বিনোদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করছি, নাটকগুলো দর্শকের ভালো লাগবে।’