default-image

অনুরোধে ঢেঁকি গিলে সিনেমায় অভিনয় করেছিলেন আ খ ম হাসান। সে এক যুগেরও আগের কথা। সিনেমায় অভিনয় করে মনটাও খারাপ হয়ে গিয়েছিল হাসানের। পরে অর্ধশতাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু এরপর আর ফিরিয়ে দেওয়া গেল না। এক যুগ পর হাসি ফুটেছে হাসানের মুখে। ‘কানামাছি’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা।

হাসানের স্বপ্ন ছিল, একদিন চলচ্চিত্রে অভিনয় করবেন। কিন্তু সেটা হতে হবে গুরুত্বপূর্ণ চরিত্র। দুজন পরিচালকের অনুরোধ রাখতে গিয়ে দুটি সিনেমায় মুখ দেখিয়েছিলেন তিনি। খুবই অল্প সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। এ নিয়ে পরে মনটাও খারাপ হয়েছিল এই অভিনেতার। তবে অপেক্ষায় ছিলেন, তাঁকে নিয়ে কোনো গল্প হলে সে রকম সিনেমায় অভিনয় করবেন তিনি। অবশেষে সেই সুযোগ দিলেন নির্মাতা অঞ্জন আইচ। তাঁর নতুন ছবির গল্প শুনেই কাজ করতে রাজি হয়ে যান আ খ ম হাসান। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, মনের মতো চরিত্র ও গল্প না পেলে সিনেমায় আর অভিনয় করব না। এ কারণে গত ১২ বছরে আমি ৫০টিরও বেশি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কোনো গল্পই পছন্দ হয়নি। সবাই শুধু কমেডি গল্পের প্রস্তাব দেয়। সেই গল্পগুলোতে আমার উপস্থিতি ছিল সামান্যই। চরিত্রগুলো ছিল অপ্রয়োজনীয়।’

বিজ্ঞাপন
default-image

‘কানামাছি’র গল্প শোনার সঙ্গে সঙ্গে হাসানের মনে হয়েছে, এই চরিত্রের জন্যই তিনি এত দিন অপেক্ষা করেছিলেন। ছবিটির নির্মাতা অঞ্জন আইচ জানান, ২০১৯ সালের শেষ দিক থেকে এ গল্পের জন্য অভিনয়শিল্পী খুঁজছিলেন। অনেক চলচ্চিত্র তারকার কথাও ভেবেছিলেন। পরে তাঁর মনে হয়, আ খ ম হাসান এই চরিত্রের জন্য উপযুক্ত। তিনি বলেন, ‘আমাদের দেশে কমেডি এবং থ্রিলার জনরার ছবি খুব একটা হয়নি। গল্পটির জন্য যে বয়স, সাজ, আর যে অভিনয় দরকার, সেটা আ খ ম হাসানকে দিয়েই হবে।’

default-image

একটি পর্যটন পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ঘিরে ছবির গল্প। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী চরিত্রে দেখা যাবে হাসানকে। ভ্রমণে পাওয়া একটি মূর্তি নিয়ে এগিয়ে যাবে সিনেমার কমেডি ও থ্রিলার ধারার গল্প। ফেব্রুয়ারির ২ তারিখ কক্সবাজারে ছবির শুটিং শুরু হবে। এ ছাড়া বান্দরবান এবং ঢাকাতেও কিছু অংশের শুটিং হবে। ছবিতে আরও অভিনয় করছেন ইমন, সূচনা আজাদ, ফারুক আহমেদ প্রমুখ।

default-image
বিজ্ঞাপন
টেলিভিশন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন