এবার বঙ্গভঙ্গের বিপ্লবী জয়া
শনিবার শুরু হচ্ছে কালান্তর ছবির শুটিং। চিত্রনাট্য পড়তে পড়তে জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বঙ্গভঙ্গের উত্তাল সময়ের প্রেক্ষাপটে নতুন ছবি করছেন পরিচালক সৌকর্য ঘোষাল। সেখানে কলকাতার একঝাঁক অভিনয়শিল্পীর সঙ্গে এক বিপ্লবীর চরিত্রে দেখা যাবে জয়াকে।
বঙ্গভঙ্গের বিপ্লবী সময়কে ধরে কালান্তর ছবির কাহিনি। গল্পে পাওয়া যাবে অরবিন্দ ঘোষ ও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর চরিত্রগুলো। এ ছাড়া দেখা যাবে নাম না জানা আরও অনেক বিপ্লবী চরিত্র। ঐতিহাসিক সেসব চরিত্রের পাশাপাশি নির্মাতাকে নিতে হয়েছে কল্পনার আশ্রয়। ছবিতে জয়া ছাড়া অভিনয় করছেন কলকাতার কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জয়া আহসান কলকাতা থেকে প্রথম আলোকে বলেন, ‘এক বিপ্লবীর ভূমিকায় আমাকে দেখা যাবে। আমার বিপরীতে অভিনয় করছেন কৌশিক সেন। ইতিহাসনির্ভর এ ছবির জন্য বেশ পড়াশোনা করে চিত্রনাট্যকারদের তথ্যের কাঁচামাল সরবরাহ করতে হয়েছে সৌকর্যকে। ছবির চিত্রনাট্য লিখেছেন তাঁর স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র।’
এর আগে সৌকর্য ‘পেন্ডুলাম’, ‘রেনবো জেলি’, ‘রক্তরহস্য’ ছবিগুলো বানিয়েছেন। জয়াকে নিয়ে তিনি করেছেন ‘ভূতপরী’ ও ‘ওসিডি’। ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর সেটার বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়কেই কালান্তর সিনেমায় তুলে ধরা হবে। ছবির শুটিং হবে ভারতের কলকাতা এবং ঝাড়খন্ডে।