default-image

‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের ৯০ শতাংশ অভিনয়শিল্পী এবারও আছেন। দর্শকদের পরিচিত সালমা, রুমা, শেফালি, রায়হান চরিত্রগুলো এবার ভিন্ন গল্পে ফিরছে। সেই সঙ্গে শামীমা নাজনীনসহ কিছু নতুন অভিনয়শিল্পী যোগ হচ্ছেন নাটকটিতে। গল্প নিয়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমাদের প্রতিদিনের দেখা ক্রাইসিসগুলোই পর্দায় তুলে ধরছি। একটি পরিবারের তিনটা মেয়ে। তাদের নিয়েই একজন মায়ের জার্নি দেখানো হবে।’

default-image

গত ডিসেম্বরে পিকনিক দিয়ে শুরু হয় ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নাটকের শুটিং। সেদিন সকাল থেকেই শুটিং বাড়িতে উপস্থিত হতে থাকেন শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, তামিম মৃধা, শামীম হাসান সরকার, সারিকা সাবাসহ আরও অনেকে। কেক কেটে নাটকের শুটিংয়ের উদ্বোধন করেন পরিচালকসহ পুরো ইউনিট।

default-image

মোস্তফা কামাল রাজ জানালেন, নাটকটি এটিএন বাংলা চ্যানেলে বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে। পরে রাত ৯টা ১০ মিনিটে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। আজ রোববার আসছে নাটকটির ট্রেলার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক পরিচিত মুখ। সিরিয়ালের টাইটেল ট্র্যাক লিখেছেন জনি হক।

টেলিভিশন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন