ছাত্রদের সঙ্গে দেখা হয় মোশাররফের
আবারও ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন মোশাররফ করিম। গতকাল শুরু হওয়া শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ডিকশনারি ছবিটি প্রদর্শনের কথা রয়েছে। আজ মোশাররফকে পাওয়া যাবে এক অন্য রকম আলাপনে। তাঁর ব্যাপারে কখনোই যা জানা হয়নি, সে রকম কিছু বিষয় নিয়ে মজার এক আয়োজন করেছে প্রথম আলো। সেখানেই মোশাররফ জানিয়েছেন, তাঁর জীবনের প্রথম প্রেমের কথা।
আজ সোমবার প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখানো হবে ডাবর হার্বাল গ্রিন জেল টুথপেস্ট ‘তারার কথা’। যৌথভাবে এটি আয়োজন করছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও প্রথম আলো ডটকম। না অভিনয়, না গতানুগতিক সাক্ষাৎকার। বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে যেভাবে আড্ডা হয়, এ অনুষ্ঠানে ঠিক সেভাবেই আড্ডা দেন একজন তারকা।
এই অনুষ্ঠানে অকপটে একজন সাধারণ মানুষের মতো গল্প করেন টেলিভিশন ও বড় পর্দার নায়ক-নায়িকারা। ১০ মিনিটের আড্ডায় তাঁরা জানান নিজেদের অজানা সব কথা।
মোশাররফের কাছে জানতে চাওয়া হয় অতি সাধারণ সব প্রশ্ন। স্কুল-কলেজ, গ্রামের বাড়ি, প্রথম প্রেম, প্রিয় মানুষের নামসহ নানা কথা। এক সময় কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন মোশাররফ করিম। তখনকার ছাত্রদের কারও সঙ্গে যোগাযোগ আছে? এমন প্রশ্নে এই অনুষ্ঠানে মোশাররফ বলেন, ‘যোগাযোগ আছে, তবে কম। মাঝে মাঝে রাস্তায় অনেক ছাত্রের সঙ্গে দেখাও হয়, ভালো লাগে।’
‘তারার কথা’ অনুষ্ঠানে তারকাদের বাড়ি বা শুটিং স্পটে পৌঁছে যাবে প্রথম আলোর ক্যামেরা। এ অনুষ্ঠানে ইতিমধ্যে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের বেশ কজন তারকা। সামনে দেখা যাবে অপূর্ব, নিশো, পূজা চেরিদের। কেবল বিনোদন নয়, অন্য অঙ্গনের তারকার বাড়ি বা শুটিং স্পটে গিয়েও হাজির হবে প্রথম আলোর ক্যামেরা।
‘তারার কথা’ অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন আশিক ইব্রাহীম। প্রতি সোমবার রাত ১০টায় এটি উপভোগ করা যাবে প্রথম আলোর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ডাবর হারবাল গ্রিন জেল টুথপেস্ট।