টিভিতে আজ যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দিন কী থাকছে তা নিয়ে ছোট্ট আয়োজন।

ও বাবা আলী বাবা নাটকের একটি দৃশ্য

বিটিভি
বেলা ২টা ২৫ মিনিটে সিনেমা তোমাকে চাই। অভিনয়ে সালমান শাহ, শাবনূর। বিকেল ৪টা ৩০ মিনিটে রম্য বিতর্ক ‘পাত্র হিসেবে আমিই সেরা’। বিকেল ৫টা ১০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গীতিময় ঈদ’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘রক কার্নিভাল’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ও বাবা আলী বাবা। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

এটিএন বাংলা
বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা হিরো দ্য সুপার স্টার। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সন্ধ্যা ৬টায় নাটক উড়ো প্রেম। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক বিবাহ করিতে ইচ্ছুক। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৪৫ মিনিটে হানিফ সংকেত পরিচালিত নাটক ধন্য জনের অন্য মন। অভিনয়ে মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিছবি প্রিয়জন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি শেষ দেখা। অভিনয়ে আরফান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। বিকেল ৫টা ৪০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছোটকাকু সিরিজ সৈয়দপুরের সৈয়দ সাহেব। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক হারাধনের একটি বাগান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক একজন সুস্থ মানুষের শেষ চিঠি। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ।

রেসপেকটেড নাটকে মিশু সাব্বির ও পারসা ইভানা

একুশে টিভি
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা স্বপ্নের ঠিকানা। অভিনয়ে সালমান শাহ, শাবনূর। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক হযবরল ব্যাচেলর। অভিনয়ে সাজু খাদেম, প্রাণ রায়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ভাই খুব সেনসিটিভ। অভিনয়ে মুকিত জাকারিয়া, নওশাবা, জয়শ্রী কর। রাত ৮টায় নাটক রং করা মিথ্যা। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক কুয়েতি লেডিস টেইলার্স। অভিনয়ে আনিসুর রহমান মিলন, চাষী আলম। রাত ১০টায় নাটক দ্য ডিজাইনার। অভিনয়ে আফজাল হোসেন, টয়া। রাত ১১টা ২০ মিনিটে নাটক রেসপেক্ট। অভিনয়ে মিশু সাব্বির, পারসা ইভানা।

এনটিভি
বেলা ২টা ২৫ মিনিটে সিনেমা খোদার পরে মা। অভিনয়ে শাকিব খান, সাহারা, ববিতা প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ভালোবাসি তোমায়’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক হোয়াট ইজ লাভ। পর্ব ০১। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক নয়নতারা। অভিনয়ে মোশাররফ করিম, শবনম ফারিয়া প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ইনডোর প্রেম আউটডোর ভালোবাসা। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিন প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে নাটক থাকব না যখন। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমুখ। রাত ১২টায় ‘কিংবদন্তির গান’। শিল্পী রাজিব ও লিজা।

আরটিভি
বেলা ২টা ১০ মিনিটে ওয়েবফিল্ম মানি মেশিন। অভিনয়ে তাহসান খান, তানজিন তিশা। বিকেল ৫টা ২০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়ং স্টার’। সন্ধ্যা ৬টা ৩ মিনিটে ধারাবাহিক বড় মিয়া ছোট মিয়া। অভিনয়ে সারিকা, আখম হাসান, শামীম জামান। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নাটক কুরুম্যান। অভিনয়ে মোশাররফ করিম, সামিরা খান মাহি। রাত ৮টায় নাটক রি-সাইকেল বিন। অভিনয়ে ঋষি কৌশিক, সাফা কবির। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ৫ টন। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, শায়লা সাবি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক একটা নির্জন দুপুর চাই। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ১১টা ৫ মিনিটে নাটক লেডি কিলার ড্রাইভার আজিজ। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল। রাত ১১টা ৫৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘কালার্স অফ ফোক’।

নসিব নাটকে মুশফিক ফারহান ও কেয়া পায়েল

দুরন্ত
বেলা ৩টায় সিনেমা অ্যান্টবয়। বিকেল ৫টায় ধারাবাহিক নাটক হই হই হল্লা। বিকেল সাড়ে ৫টায় ‘লাল কোহিনূর’। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দুষ্টু মিষ্টি ঈদ আড্ডা’।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিছবি ব্যাড বাজ। অভিনয়ে পলাশ, চাষী আলম। বিকেল ৪টা ১৫ মিনিটে নাটক হাঙ্গর। অভিনয়ে মুশফিক ফারহান, সামিরা খান মাহী। বিকেল ৫টায় নাটক ব্যাচেলর রমজান। অভিনয়ে জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল। বিকেল ৫টা ৫৫ মিনিটে নাটক প্রিয়জন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক যদি থাকে নসিবে। অভিনয়ে মোশাররফ করিম, রওনক হাসান, সারিকা সাবরিন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক সাউন্ড ম্যান/পিনিকম্যান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক টিক্কা। অভিনয়ে মারজুক রাসেল, ফারিয়া শাহরিন। রাত ৯টা ২৫ মিনিটে নাটক না দিলে পাই কই। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ডিগবাজী। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টা ৩৫ মনিটে নাটক নসিব। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।

বৈশাখী টিভি
বেলা ২টা ২০ মিনিটে সিনেমা বউ শাশুড়ির যুদ্ধ। অভিনয়ে ফেরদৌস, শাবনূর। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। রাত সাড়ে ৭টায় ধারাবাহিক বার্থডে পুশিং। অভিনয়ে জামিল, স্বাগতা। রাত ৮টা ১০ মিনিটে নাটক ফুর্তির ফসল। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ঈদ টুর্নামেন্ট। অভিনয়ে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রাশেদ সীমান্ত। রাত ১০টায় ধারাবাহিক তেলবাজি কোচিং সেন্টার। অভিনয়ে জাহিদ হাসান, সারিকা। রাত সাড়ে ১০টায় ধারাবাহিক হোটেল ফাইভ স্টার। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ব্রেক ফেইল। অভিনয়ে সাজু খাদেম, অহনা।

সাক্ষর নাটকের দৃশ্যে কেয়া পায়েল ও তৌসিফ

দীপ্ত টিভি
বেলা ২টায় সিনেমা মিশন এক্সট্রিম। অভিনয়ে আরিফিন শুভ, ঐশী। বিকেল ৫টা ৩০ মিনিটে ‘নক্ষত্রের গান’ (খালিদ হাসান মিলুর গান)। সন্ধ্যা সাড়ে ৬টায় নৃত্যানুষ্ঠান ‘রংধনুর সাত রঙ’। সন্ধ্যা ৭টায় ‘দ্য বক্স’। উপস্থাপনায় নুসরাত ফারিয়া এবং আজকের পর্বের থাকছেন তাহসান ও অদিত। রাত ৮টায় নাটক দ্য শু বক্স। অভিনয়ে অপূর্ব, সেমন্তী সৌমি। রাত ১০টায় নাটক অবশেষে। অভিনয়ে তাহসান, বিদ্যা সিনহা মিম। রাত ১১টায় শর্টফিল্ম ফাউন্টেন পেন। অভিনয়ে আবুল হায়াত। রাত ১১টা ২৫ মিনিটে শর্টফিল্ম বেবি। অভিনয়ে তাসনুভা তিশা। রাত ১১টা ৫০ মিনিটে শর্টফিল্ম নুডুলস। অভিনয়ে শাশ্বতা দত্ত।

মাছরাঙা
বেলা ২টা ৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বপ্নজাল। অভিনয়ে ইয়াশ রোহান, পরীমনি। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ভালোবাসা প্রমাণিত। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক পাঙ্কু আবুল। রাত ৮টায় নাটক মিস্টার প্রিন্স। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক পিকচারম্যান। রাত ১০টা ২০ মিনিটে নাটক শেষ বিকেলের বৃষ্টি। অভিনয়ে জোভান, টয়া। রাত ১১টা ৩০ মিনিটে টেলিছবি স্বাক্ষর। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল।

নাগরিক
বিকেল ৪টা ৩০ মিনিটে সিনেমা ঢাকা অ্যাটাক। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধারাবাহিক লাভ সার্কেল। রাত ৮টা ২০ মিনিটে ধারাবাহিক ঘাটের মরা জেনারেল স্টোর। রাত ৮টা ৫৫ মিনিটে ধারাবাহিক হোম মিনিস্টারি। রাত ৯টা ৩০ মিনিটে ধারাবাহিক আজহার গাজী। রাত ১০টা ৫ মিনিটে নাটক লাভ অ্যান্ড ওয়ার। রাত ১১টা ১৫ মিনিটে সিনেমা তোমাকে বউ বানাব। অভিনয়ে শাকিব খান, শাবনূর।