টিভিতে আজ যা দেখবেন–২

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের আগের রাত থেকেই ঈদ উদ্‌যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। চলে সাত দিনের বেশি সময় ধরে। আজ মঙ্গলবার ঈদের সপ্তম দিনে কী থাকছে চ্যানেলগুলোতে, তা নিয়ে থাকল এ আয়োজন।

এটিএন বাংলা
রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক প্রেম করিতে ইচ্ছুক, রচনা ও পরিচালনায় মাহমুদুল হাসান রানা। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম সিনিয়র গার্লফ্রেন্ড রচনা ও পরিচালনায় আলমগীর সাগর, অভিনয়ে মুকিত জাকারিয়া, নাফিজা, রকি খান প্রমুখ।

একুশে টিভি
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক হালকার উপর ঝাপসা। অভিনয়ে মীর সাব্বির, প্রাণ রায়, নাদিয়া আহমেদ, ওয়ালিউর রহমান রুমিসহ আরও অনেকে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক অফলাইন মামা অনলাইনে। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, দিলারা জামান, ফরহাদ মিলন সানিসহ আরও অনেকে। রাত ৮টায় ঈদের বিশেষ একক নাটক লটারী। অভিনয়ে সজল, মৌসুমী হামিদ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

রাত ৯টা ২০ সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ভিডিও জাহাঙ্গীর। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, নাদিয়া নদী, অহনাসহ আরও অনেকে। রাত ১১টা ২০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কালজয়ী সিনেমার গান’। শিল্পী: নন্দিতা ও অপু আনাম। উপস্থাপনায় চিত্রনায়িকা আঁচল।

ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।
ছবি:সংগৃহীত

চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক খেলা হলো খুলনায়। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।
অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ। ৭টা ৪০ মিনিটে নাটক ওয়ান সাইডেড লাভ। রচনায় মাহমুদ মাহিন ও সৌরভ ইশতিয়াক, পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে জোভান, পায়েল প্রমুখ।

এনটিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেম শো: দ্য বক্স। উপস্থাপনা নুসরাত ইমরোজ তিশা। পরিচালনায় শাহরিয়ার শাকিল। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক মেডেল। রচনা ও পরিচালনায় রায়হান খান।

অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম প্রমুখ। ৭টা ৫৫ মিনিটে নাটক ধন্যবাদ। রচনায় লিটু সাখাওয়াত। পরিচালনায় শাখাওয়াত শিবলী।
অভিনয়ে আ খ ম হাসান, অপর্ণা ঘোষ, লীনা আহমেদ, জেবুন্নেসা সোবহান প্রমুখ। রাত ৯টায় শর্ট ফিল্ম বিপরীতে তুমি আমি। গল্প জান্নাতুল ফেরদৌস লাবণ্য।
চিত্রনাট্য গোলাম সরোয়ার অনিক। পরিচালনায় পথিক সাধন। অভিনয়ে তৌসিফ মাহবুব, নাদিয়া মীম প্রমুখ।

৯টা ৩০ মিনিটে নাটক বেকারত্বেও সৌরভ। রচনা ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে সৈয়দ জামান শাওন, তানিয়া বৃষ্টি, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ১১টায় নাটক পরানের মানুষ। রচনা: মাসুম শাহরিয়ার। পরিচালনায় দীপু হাজরা। অভিনয়ে সারিকা সাবরিন, সজল, ফখরুল বাশার মাসুম, বৈদ্যনাথ সাহা, রাশেদা রাখী প্রমুখ।
আরটিভি

৬টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক চান্দের বুড়ি নোয়াখাইল্লা; রচনা ও পরিচালনায় অরণ্য আনোয়ার, অভিনয়ে তারিন জাহান, রওনক হাসান, আরফান আহমেদ, ফারজানা ছবি, জামিল, সুবর্ণা মজুমদার, উজ্জ্বল প্রমুখ।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক সাড়ে চব্বিশ ঘণ্টা, রচনায় আহমেদ ইফসুফ সাবের, পরিচালনায় রিপন নবী, অভিনয়ে বিদ্যা সিনহা মীম, সজল, কায়েস চৌধুরী, লিমা রহমান প্রমুখ। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক বিং ওমেন, পরিচালনায় হাসান রেজাউল, অভিনয়ে মিথিলা, ইরফান সাজ্জাদ প্রমুখ।

৯টা ৩০ মিনিটে একক নাটক বাট কিন্তু হোয়াট মানে ভালোবাসা, রচনায় হামেদ হাসান নোমান, পরিচালনায় শুভ্র খান, অভিনয়ে জাহিদ হাসান, ফরিয়া শাহরিন প্রমুখ। ১১টা ৫ মিনিটে ধারাবাহিক নাটক বিগ বস, রচনায় বরজাহান হোসাইন, পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তা প্রমুখ। ১১টা ৩০ মিনিটে একক নাটক আতঙ্ক, রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব, অভিনয়ে মারজুক রাসেল, অনিক, মুকিত জাকারিয়া প্রমুখ।

দিপুর সংসার নাটকের দৃশ্য

নাগরিক টিভি
সন্ধ্যা ৬টায় ঈদের বিশেষ সিনেমা তুমি স্বপ্ন তুমি সাধনা। অভিনয়ে শাকিব ও অপু বিশ্বাস। রাত ৯টায় বিশেষ নাটক ডেয়ারিং ওয়াইফ-ডেয়ারিং হাজব্যান্ড। অভিনয়ে ইরফান, তানিয়া। রাত ১০টায় বিশেষ ধারাবাহিক দিপুর সংসার। জাহিদ হাসান, মায়মুনা মম, নিলাঞ্জনা নীলা। রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ ধারাবাহিক প্যাচিং ম্যাচিং। শ্যামল, সারিকা ও নিলয়। রাত ১১টা ৩০ মিনিটে ঈদের বিশেষ সিনেমা ধোঁকা। অভিনয়ে মান্না ও পূর্ণিমা।

আগন্তুক নাটকের দৃশ্যে মনোজ প্রামাণিক ও তারিক আনাম

দীপ্ত টিভি
সন্ধ্যা সাতটায় বিশেষ একক নাটক আগন্তুক, পরিচালনায় মোস্তফা মনন, অভিনয়ে মনোজ, টয়া, তারিক আনাম। আটটায় একক নাটক জল্লাদ, পরিচালনায় আবু হায়াত মাহমুদ, অভিনয়ে মোশাররফ করিম, অন্যান্য। রাত ১২টা ১০ মিনিটে একক নাটক মায়া, রচনা ও পরিচালনায় সুমন আনোয়ার, অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা।