নিজের চরিত্রে মৌসুমী

নাটকে মৌসুমী অভিনয় করবেন নিজের চরিত্রেই। ২৬ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ভক্ত নামের এই নাটকের শুটিং শুরু হবে। মির্জা রাকিব রচিত নাটকটি পরিচালনা করবেন তারেক সিকদার।

মৌসুমী
প্রথম আলো

পর্দার তারকাকে নিয়ে ভক্তের আগ্রহের শেষ নেই। তারকাদের জন্য ভক্তরা তাই নানা ধরনের উদ্ভট কাণ্ডও ঘটিয়ে ফেলেন। এমন একজন ভক্ত ও তারকাকে নিয়ে ছোট পর্দায় আসছে নতুন একটি নাটক। সেই নাটকে তারকার চরিত্রে দেখা যাবে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে। নাটকে মৌসুমী অভিনয় করবেন নিজের চরিত্রেই। ২৬ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ভক্ত নামের এই নাটকের শুটিং শুরু হবে।

বড় পর্দায় নানা চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছেন মৌসুমী। এই চিত্রনায়িকার কাছে নিজের চরিত্রে অভিনয় বেশ রোমাঞ্চকর। মৌসুমী বলেন, ‘তারকাজীবনে দেশে–বিদেশে আমার অনেক ভক্ত দেখেছি। এই ভক্তদের উন্মাদনার কথা বলে শেষ করা যাবে না। কোনো কোনো ভক্ত আমার সঙ্গে শুধু একটু দেখা করতে, কথা বলতে এমন পাগলামি করেছেন, যা বলে বোঝানো যাবে না। একেকজন ভক্তের কাণ্ড দিয়েই একেকটি গল্প তৈরি করা যায়।’

মৌসুমী
সংগৃহীত

মির্জা রাকিব রচিত নাটকটি পরিচালনা করবেন তারেক সিকদার। পরিচালক জানান, চিত্রনায়িকা মৌসুমীকে পর্দার নায়িকা হিসেবেই নাটকটিতে দেখানো হবে। একজন ভক্ত তাঁর প্রিয় তারকার জন্য কতটা পাগল হতে পারেন, সেই গল্প নিয়েই নাটক। তিনি বলেন, ‘গত এপ্রিল মাসে নাটকটির শুটিং করার কথা ছিল। করোনার কারণে সম্ভব হয়নি।’

ভক্তের চরিত্রে কোনো পরিচিত মুখ নেওয়া হয়নি। পরিচালক জানান, যাতে দর্শকের কাছে গল্পটি বাস্তবসম্মত মনে হয় তাই ভক্তের চরিত্রে অপরিচিত একজন অভিনেতাকে নেওয়া হয়েছে।

প্রায় সাত মাস পর অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মৌসুমী। তিনি বলেন, ‘অনেক দিন বাসায় বসে থাকলাম। কাজ তো করতে হবে। সহশিল্পীরা অনেকেই কাজ শুরু করেছেন। শুটিংয়ে সতর্কতা অবলম্বন করে এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করতে যাচ্ছি।’