default-image

‘আমার জীবনের আরেকটি নতুন যাত্রা শুরু হলো। এই মাত্র জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করলাম। আগে কখনো এতটা নার্ভাস ছিলাম না! আমার সব বন্ধু আর পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ চাই, যাতে সফলভাবে এই কাজ শেষ করতে পারি।’ ফেসবুকে লিখেছেন মিথিলা।

গতকাল মঙ্গলবার তিনি জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছেন। মাস্টার্স ক্লাসে লেকচার দিয়েছেন। পাশাপাশি জেনেভা বিশ্ববিদ্যালয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

default-image

৬ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা। দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে সৃজিত মুখার্জির বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

default-image

বিয়ের পর মিথিলা আর সৃজিত মুখার্জি মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে গেছেন। মিথিলা প্রথম আলোকে আগেই জানিয়েছেন, সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভা বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তাঁরা।

এরই মধ্যে তাঁরা সুইজারল্যান্ড থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন।

বিজ্ঞাপন
মন্তব্য করুন