default-image

সিনেমাটি প্রসঙ্গে মোশাররফ করিম লিখেছেন, ‘একটি সম্পর্ক। তার মাঝখানে জন্ম নেয় দেয়ালের বীজ, খুব ধীরে ধীরে বেড়ে ওঠে, শক্ত হয় অলক্ষ্যে। অদৃশ্য দেয়াল। অদৃশ্য বলেই দুর্ভেদ্য। কখনো অভেদ্য। একসময় মৃত্যু এসে এই দেয়াল নিয়ে চলে যায়। কোথায় যে চলে যায়। আর এক অনন্ত দেয়ালের ওপারে। গল্পটি সত্যই অসাধারণ। ভালো লাগার মতো একটি সিনেমা।’ সিনেমার এই দেয়ালের গল্প ও চিত্রনাট্য বুনেছেন রায়হান খান।

default-image

গত সোমবার রাতের যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ছিল ‘মৃধা বনাম মৃধা’ ছবির প্রিমিয়ার শো। সিনেমাটির গল্প বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে। এ দুই ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান ও সিয়াম আহমেদ। গল্পটি এই শহরের, প্রতিটি পরিবারের। এই নিয়ে মোশাররফ করিম লিখেছেন, ‘পরশু দিন প্রিমিয়ার শো দেখতে গেলাম। মনে হলো আমার গল্প, আমার জীবনের। শো শেষে দর্শকমণ্ডলীর সঙ্গে কথা বলতে বলতে মনে হলো এটা সবার গল্প। সিনেমাটির পরিচালক রনি ভৌমিকের দক্ষ পরিচালনায় “মৃধা বনাম মৃধা” গল্পটি সবার হয়ে উঠেছে।’

default-image

সিনেমাটির শুধু গল্প নয়, মোশাররফ করিম প্রশংসা করলেন প্রত্যেক অভিনয়শিল্পীর। বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন গুরু তারিক আনাম খানের অভিনয়ের, যাঁর হাত ধরে তিনি অভিনয় শিখেছিলেন। মোশাররফ লিখেছেন, ‘সিয়াম, নোভা, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, সানজিদা প্রীতি সবার অভিনয়ই ভালো লাগল। বিশেষভাবে তারিক ভাইয়ের কথা বলব, তারিক আনাম খান, যাঁর অভিনয়ে আমি আমার নাট্যজীবনের শৈশব থেকে অদ্যাবধি মুগ্ধ।’ তিনি দর্শকদের উদ্দেশে লিখেছেন, ‘সিনেমাটি আগামীকাল ২৪ ডিসেম্বর হলে মুক্তি পাবে। সিনেমাটি আমার ভালো লেগেছে, সত্যিই আপনারও ভালো লাগবে।’

টেলিভিশন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন