নাটকটির নির্মাতা আজাদ কালাম বলেন, ‘প্রতি ঈদে “যমজ” নাটকের সিক্যুয়েল নিয়ে দর্শকের কাছে থেকে প্রচুর রেসপন্স পাই। কিন্তু এবার সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে শুটিং করা হয়নি। দর্শক নাটকটি এবার ঈদে দেখতে পাবে না। দেশের পরিস্থিতি বিবেচনায় মোশাররফ ভাই শুটিং করতে কিছুটা আতঙ্কিত বোধ করায় আমরা শুটিং বাতিল করেছি। তবে ঈদের পরে এটা শুটিং করার কথা রয়েছে।’
এখন পর্যন্ত ‘যমজ’–এর ১৪টি পর্ব প্রচার করা হয়েছে। প্রথম থেকেই নাটকটিতে মোশাররফ করিমের অভিনয় দর্শক পছন্দ করেন। সর্বশেষ পর্ব মোশাররফ করিমকে প্রথমবারের মতো চারটি চরিত্রে দেখা যায়। প্রথমবারের মতো অভিনয় করছিলেন সারিকা। নাটকে তাঁর চরিত্রের নাম জবা। পর্বটি লিখেছেন কচি খন্দকার। নাটকে আরও অভিনয় করেন কচি খন্দকার, অলিউল হক প্রমুখ।
ঈদ আয়োজনে ঈদের প্রথম দিন মোশাররফ করিম অভিনীত ‘প্রচ্ছদ’, ‘উধাও’, ‘তুলা মীন মকর’, ঈদ ধারাবাহিক ‘মেডেল’সহ একাধিক নাটক প্রচার হওয়ার কথা রয়েছে। নাটকগুলোয় মোশাররফ করিমের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, জাকিয়া বারী মম, সারিকা প্রমুখ। নাটকগুলো প্রচার করা হবে এনটিভি ও আরটিভিতে।