default-image

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির শুভেচ্ছাদূত হয়েছেন চঞ্চল চৌধুরী ও তিশা। ছোট পর্দার এই দুজন জনপ্রিয় তারকার সঙ্গে সম্প্রতি প্রতিষ্ঠানটির দুই বছরের চুক্তি হয়েছে। এই সময় তাঁরা আটটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির কিছু প্রচারণায় অংশ নেবেন। জানা গেছে, এরই মধ্যে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী ও তিশা। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রের প্রচার শুরু হওয়ার সম্ভাবনা আছে।

তিশা বলেন, ‘এর আগে কয়েকটি প্রতিষ্ঠান আর এনজিওর শুভেচ্ছাদূত হয়েছি। যেকোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে সেই প্রতিষ্ঠান কিংবা পণ্যের প্রচার করা আনন্দের। নতুন কাজটিও বেশ উপভোগ্য হবে বলে মনে করছি।’

আগামী মাসে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরীর নতুন ছবি ‘দেবী’। এই ছবিতে তাঁকে দেখা যাবে মিসির আলি চরিত্রে। এখন তিনি ‘দেবী’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। চঞ্চল চৌধুরী বলেন, ‘এর আগে আমি কিছু বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছি। সামাজিক কিছু প্রতিষ্ঠানের হয়েও কাজ করেছি। এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, নিঃসন্দেহে এটি ভালো লাগার ব্যাপার। নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।’

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0