default-image

সুনেরাহ বিনতে কামালকে নাটকে তেমন দেখা যায় না। তবে বিশেষ কোনো উপলক্ষে নির্মিত নাটকে প্রস্তাব পেলে অভিনয় করেন তিনি। এবার বছরখানেক পর তিনি কাজে নামলেন। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিতব্য সেই নাটকের নাম ‘শূন্য থেকে শুরু।’

পরিচালকদের কাছ থেকে প্রায়ই নাটকের প্রস্তাব পান সুনেরাহ। অনেকে অনুরোধও করেন। কিন্তু চলচ্চিত্রই এখন সুনেরাহর ধ্যানজ্ঞান। কারণ হিসেবে তিনি বলেন, ‘নিয়মিত নাটকে অভিনয় শুরু করলে সবাই নাটকের জন্য ডাকবে। আমি নাটকের অভিনেত্রী হতে চাই না। সবার তো নাটকে কাজ করার একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা প্রথম থেকেই আমার নেই। আমি পাকাপাকিভাবে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চাই।’

বিজ্ঞাপন
default-image

সম্প্রতি যুক্ত হওয়া নাটকটিতে কাজের সুযোগ রয়েছে। কাস্টিং, বাজেট, লোকেশন ও শুটিং টিমও পছন্দ হয়েছে সুনেরাহর। তিনি বলেন, ‘আমার অভিনয়ের হাতেখড়ি থিয়েটারে। সেখান থেকে অভিনয় শেখার চেষ্টা করেছি। বড় হওয়ার পর প্রথম “ন ডরাই” চলচ্চিত্রে অভিনয় করি। এখন সিনেমাটাই ঠিকমতো করে যেতে চাই।’

default-image

‘শূন্য থেকে শুরু’ নাটকটিতে সুনেরাহকে দেখা যাবে চঞ্চল, অ্যাডভেঞ্চারপ্রেমী ও ক্যারিয়ারে মনোযোগী এক তরুণীর চরিত্রে। তাঁর সহশিল্পী থাকছেন তাহসান খান। এবারই প্রথম তাহসানের সঙ্গে অভিনয় করছেন সুনেরাহ। প্রিয় এই শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, ‘কার সঙ্গে কাজ করছি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। স্ক্রিপ্ট নিয়েই বেশি ভাবছিলাম। অভিনয় করতে এসে মনে হয়েছে, তাহসান ভাই চরিত্রটির জন্য পারফেক্ট। তারপরও তাহসান ভাইয়ের সঙ্গে অভিনয় করছি ভেবে এক্সাইটেড ছিলাম। তিনি সহশিল্পী হিসেবে কেমন হবেন, সেটাও ভাবছিলাম। শুটিংয়ে এসে দেখি তিনি খুবই বন্ধুত্বপূর্ণ।’

default-image

সুনেরাহ বিনতে কামাল অভিনীত প্রথম ছবি ‘ন ডরাই’ মুক্তি পায় ২০১৯ সালে। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সুনেরাহ জানান, বেশ কয়েকটি নতুন ছবিতে অভিনয়ের কথাবার্তা বলছে। গল্প, চিত্রনাট্য, চরিত্র পছন্দ হলেই ছবিগুলোতে কাজ করবেন। তাঁর অভিনীত ভালোবাসা দিবসের নাটক ‘শূন্য থেকে শুরু’ পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

default-image
বিজ্ঞাপন
টেলিভিশন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন