হতাশ করেন না, বাড়তি পারিশ্রমিক দাবিও করেন না
নির্মাতা বা প্রযোজকেরা ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আপা, শিডিউল কি ফাঁকা আছে? সময় থাকলে গুণী অভিনয়শিল্পী দিলারা জামান জানিয়ে দেন, আছে। অনেক সময়ই জানা হয় না কী ধরনের কাজ, গল্প বা চরিত্র। শুটিংয়ে গিয়ে কখনো জানতে পারেন এটি সিনেমা, কখনো নাটক, ওয়েব ফিল্ম বা অন্য কোনো কাজ। কোনো কাজ করতেই তাঁর আপত্তি নেই। নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয়ের পারিশ্রমিক আলাদা হলেও দিলারা জামান কখনোই অন্যদের মতো শুটিংয়ে হতাশ করেন না। বাড়তি পারিশ্রমিক দাবি করেন না।
দিলারা জামান বলেন, ‘আমি তো নাটক মনে করেই সব শুটিংয়ে যাই। তবে অনেকেই জানান নাটক বা সিনেমার শুটিং। জানলে একটু ভালো হয়। গল্প–চরিত্র নিয়ে আলাদা প্রস্তুতি নেওয়া যায়। অনেক কাজই করেছি, সেগুলো অনলাইনে যাবে। সেসব ওয়েব ফিল্ম নাকি সিরিজ জানি না। এসব নিয়ে আমি ভাবি না। শুটিং করে চলে আসি। এক দিনের যে পারিশ্রমিক সেটাই নিই। কাজটা ভালোবেসে করি, টাকা নিয়ে অতটা ভাবি না। এখনো শুটিংয়ের জন্য আমাদের ছেলেমেয়েরা নিয়মিত ডাকে—এটাই ভালোবাসা। তারা তো মনে রাখে।’
করোনার কারণে আগের মতো এখন আর শুটিং করেন না দিলারা জামান। তবে ভালো পরিবেশে তিনি সব সময়ই শুটিং করতে রাজি। এই গুণী অভিনয়শিল্পী বলেন, ‘নিয়মিত যতটা পরি শুটিং করি। কিন্তু এখন অনেকটাই ক্লান্তি চলে আসে। একটানা কাজ করতে পারি না। কিছুটা বিরতি পেলে আমার জন্য ভালো হয়। আবার অভিনয় ছাড়াও ভালো লাগে না। যত দিন পারি শুটিং করে যাব।’
দিলারা জামান নাটক মনে করে সম্প্রতি শেষ করেছেন ওয়েব ফিল্ম ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’–এর শুটিং। চরিত্রটি নিয়ে খুবই খুশি তিনি। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, জামশেদ শামীম, তানিন তানহাসহ অনেকেই। এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এই নির্মাতা বলেন, ‘মূল্যবোধ হারিয়ে টাকাপয়সার পেছনে ছোটা একজন ব্যক্তির পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। শিগগিরই এটি সিনেমাটিকে মুক্তি পাবে।’