১০ বছর ধরে...
১০ বছর ধরে প্রতি ঈদের আগের রাতে সরাসরি গানের আসর নিয়ে থাকেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। এবারও ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের রাতে সরাসরি গান নিয়ে থাকবেন এই শিল্পী। নাম ‘দুই দিনের ভিসা’।
মমতাজ বলেন, ‘ঈদের আগের দিন রাতের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি। অনুষ্ঠানটিতে এসে গান পরিবেশন করে খুব আনন্দ পাই। আশা করি দর্শকের ভালো লাগবে।’
ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে অনুষ্ঠানটি। জানা গেছে, অনুষ্ঠানে দর্শকেরা কল করে শিল্পীর সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা–অজানা গল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
এবারও বাংলাভিশন বর্ণিল আয়োজন নিয়ে আসছে ঈদুল আজহায়। আট দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে চ্যানেলটি। এতে থাকছে ৭ পর্বের ৪টি ধারাবাহিক নাটক, ৪২টি একক নাটক, ৭টি টেলিছবি, ৯টি বাংলা চলচ্চিত্র ও নানা ধরনের অনুষ্ঠান।