
বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত একটি নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। একটি চ্যানেলের নাচের অনুষ্ঠান ও চলচ্চিত্রে কাজ করার বিষয়ে কথা বলতে তিনি সম্প্রতি ঢাকায় আসেন। এরই ফাঁকে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের টেলিভিশন, মঞ্চ ও বিজ্ঞাপনজগতের প্রিয়মুখ আফসানা মিমির। চ্যানেল আইয়ের জন্য নির্মিত একটি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে গিয়েই মুখোমুখি হয়েছিলেন তাঁরা। একই সময়ে মিমির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মিম, মিমি ও ঋতুপর্ণাকে নিয়ে নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘তিন কন্যার গল্প’।
ভারতের ব্যস্ত হওয়ার আগে বাংলাদেশেও অনেক কাজ করেছেন ঋতুপর্ণা। এদিকে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের বাইরে দু-একটি চলচ্চিত্রেও অভিনয় করা হয়েছে আফসানা মিমির। বহু বছর ধরে অভিনয়ে থাকলে এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো আফসানা মিমি ও ঋতুপর্ণার দেখা হয় বলে জানান দুজনেই। এ জন্য চ্যানেল আইকে ধন্যবাদও জানান ভারতীয় এই চিত্রনায়িকা।
ঋতুপর্ণা বলেন, ‘পর্দায় ঠিকই আমরা একে অপরকে চিনি। কিন্তু কখনো সামনাসামনি হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমার কাছে তো কলকাতা ও বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে একটা পরিবার মনে হয়। এই দেশে যখনই কাজ করেছি, সবাই আপন করে নিয়েছে। আমি নিজেও কাজ করি খুব আনন্দ নিয়ে। এবার এসে ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানের ভেতরের কোনো কিছু এখনই বলতে চাই না, দর্শকেরা দেখলে অনেক কিছুই জানতে পারবেন।’
নাটকে অভিনয় খুব একটা না করলেও আফসানা মিমি ইদানীং উপস্থাপনা করছেন। তারই অংশ হিসেবে ‘তিন কন্যার গল্প’ অনুষ্ঠানের কাজটি করা। তিনি বলেন, ‘হঠাৎ করেই এ অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাবটি আমার কাছে আসে। সাগর ভাই (ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক) চাইছিলেন আমি যেন এই অনুষ্ঠানের উপস্থাপনা করি। রাজি হয়ে ভালোই হয়েছে, ঋতুর সঙ্গে আগে থেকে আলাপ ছিল না। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে অনেক মজার কথাবার্তা হয়েছে। দুজনের অনেক কিছু জানা হলো। দারুণ একটা আড্ডা হয়েছে।’
লাক্স তারকা বিদ্যা সিনহা মিম এখন বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিত মুখ। কারণ মিমের ছবি এখন ভারতের কলকাতায় মুক্তি পায়। কলকাতার জনপ্রিয় নায়কেরা মিমের বিপরীতে অভিনয়ও করছেন। মিমি ও ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়টি তাঁর কাছে ছিল দারুণ অভিজ্ঞতার। বললেন, ‘ছোটবেলা থেকে দুজনকে দেখে আসছি। দুজনেই আমার খুব প্রিয়। একসঙ্গে বসে আড্ডা দিয়েছি, অনেক কিছু শিখেছি।’
‘তিন কন্যার গল্প’ অনুষ্ঠানে তিন শিল্পীর কৈশোরের স্মৃতি, প্রেম, ভালোবাসা, তারকা হওয়া এবং স্বপ্নপূরণের গল্পের কথাগুলো থাকবে। চ্যানেল আইতে এবারের ঈদে অনুষ্ঠানটি দেখানো হবে।